CBSE Scholarship: প্রতি বছর ২০ হাজার টাকা মিলবে পড়ুয়াদের, এই স্কলারশিপ চালু করল CBSE; কারা করতে পারবেন আবেদন ?

CBSE Central Sector Scholarship: বর্তমান যুগে শিক্ষার খরচ বেড়ে যাওয়ায় মেধাবী ছাত্ররা টাকার অভাবে পড়া শেষ করতে পারে না। CBSE তাই শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্কিম চালু করেছে।

সিবিএসই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী ছাত্রছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল scholarshipsgovin-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারে।

1/9
নতুন স্কলারশিপ এবং আগে থেকে চালু স্কলারশিপের রিনিউয়ালের জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৫ ধার্য করা হয়েছে।
2/9
এই যোজনার অধীনে প্রতি বছর ৮২,০০০ জন নতুন ছাত্রকে স্কলারশিপ দেওয়া হয়। এর মধ্যে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন এবং পোস্ট-গ্র্যাজুয়েশন-এর মতো কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। আগে থেকে সুবিধা ভোগ করছেন এমন ছাত্ররাও সময় মতো রিনিউয়াল করতে পারেন।
3/9
যদি আর্থিক সাহায্যের কথা বলা হয়, তাহলে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ছাত্রদের প্রথম তিন বছর প্রতি বছর ১২,০০০ টাকা দেওয়া হয়। অন্যদিকে, পোস্ট-গ্র্যাজুয়েশন করা ছাত্রদের প্রতি বছর ২০,০০০ টাকা দেওয়া হয়। এই অর্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন খরচেও সাহায্য করে।
4/9
যদিও এই স্কলারশিপের সুবিধা সবাই পায় না। এর জন্য কিছু শর্তাবলী রয়েছে। ছাত্রকে কোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটি AICTE অথবা কোনো স্বীকৃত নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যুক্ত হতে হবে।
5/9
এছাড়াও, ছাত্রকে অন্য কোনো সরকারি স্কলারশিপ বা ফি মকুবের সুবিধা পাওয়া উচিত নয়। পরিবারের বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়।
6/9
আবেদন করার সঙ্গে সঙ্গেই ডকুমেন্টস-এর সময় মতো যাচাইকরণও জরুরি। সিবিএসই-কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলির নোডাল অফিসারদের নির্দেশ দিয়েছে যে তাঁরা যেন সমস্ত আবেদন সময় মতো পরীক্ষা করেন এবং কোনো ভুল বা ত্রুটি থাকলে তা চিহ্নিত করেন। যদি সময় মতো যাচাইকরণ না হয়, তবে আবেদনটি গ্রাহ্য করা হবে না।
7/9
২০২১ সালে প্রথম চালু হয়েছিল এই সিবিএসই সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ, এবারে ২০২১ সালের নথিভুক্তকারী পড়ুয়ারাও তাদের স্কলারশিপ রিনিউ করাতে পারবেন।
8/9
আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই স্কলারশিপের জন্য নতুন আবেদন বা রিনিউয়ালের আবেদন জমা করতে হবে অনলাইনে।
9/9
CBSE-র অধীনে আরেকটি সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ দেওয়া হয় যেখানে ছাত্রীদের মাসে মাসে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। এই বছর ফেব্রুয়ারি মাসেই এই স্কলারশিপের ২০২৪ সংস্করণের আবেদন শেষ হয়েছে।
Sponsored Links by Taboola