CTET: কবে মিলবে অ্যাডমিট কার্ড? কীভাবে ডাউনলোড? সেন্ট্রাল টেটর খুঁটিনাটি
চলতি মাসেই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা CTET। চলতি বছর ২১ জানুয়ারি এই পরীক্ষা নেবে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা CBSE।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোট ২০টি ভাষায় ১৩৫টি শহরে এই পরীক্ষা হবে। কম্পিউটার ভিত্তিক বা CBT পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে।
দু’দফায় এই পরীক্ষা নেওয়া হবে। একেক দফায় পরীক্ষার সময়সীমা আড়াই ঘণ্টা। প্রথম দফার পরীক্ষা হবে সকাল সাড়ে ন’টা থেকে বারোটা এবং দ্বিতীয় দফার পরীক্ষা দুপুর আড়াইটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
১৯ জানুয়ারি মিলবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড সহ পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে ctet.nic.in ওয়েবসাইটে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে ctet.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
admit card/exam city slip এই ডাউনললোড লিঙ্কে ক্লিক করতে হবে।
এরপর যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে তা দিয়ে লগ ইন করতে হবে।
স্ক্রিনে ভেসে উঠবে অ্যাডমিট কার্ড। সেখান থেকেই করে নেওয়া যাবে ডাউনলোড। পরীক্ষার দিন ওই প্রিন্ট আউট নিয়ে যেতে হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরের কাজটাই হল যাবতীয় ব্যক্তিগত তথ্য ঠিক আছে কিনা তা খুঁটিয়ে দেখা।
যেমন, পরীক্ষার্থীর নাম, ফটো, সই সব দেখে নিতে হবে। যদি কোনও তথ্য ভুল বা তথ্য দেওয়া না থাকে তাহলে অবশ্যই তা জানাতে হবে CBSE-কে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -