CTET: কবে মিলবে অ্যাডমিট কার্ড? কীভাবে ডাউনলোড? সেন্ট্রাল টেটর খুঁটিনাটি
Central Teacher Eligibility Test: আগামী ২১ জানুয়ারি CTET পরীক্ষা নেবে CBSE
Continues below advertisement

ফাইল ছবি
Continues below advertisement
1/10

চলতি মাসেই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা CTET। চলতি বছর ২১ জানুয়ারি এই পরীক্ষা নেবে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা CBSE।
2/10
মোট ২০টি ভাষায় ১৩৫টি শহরে এই পরীক্ষা হবে। কম্পিউটার ভিত্তিক বা CBT পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে।
3/10
দু’দফায় এই পরীক্ষা নেওয়া হবে। একেক দফায় পরীক্ষার সময়সীমা আড়াই ঘণ্টা। প্রথম দফার পরীক্ষা হবে সকাল সাড়ে ন’টা থেকে বারোটা এবং দ্বিতীয় দফার পরীক্ষা দুপুর আড়াইটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
4/10
১৯ জানুয়ারি মিলবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড সহ পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে ctet.nic.in ওয়েবসাইটে।
5/10
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে ctet.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
Continues below advertisement
6/10
admit card/exam city slip এই ডাউনললোড লিঙ্কে ক্লিক করতে হবে।
7/10
এরপর যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে তা দিয়ে লগ ইন করতে হবে।
8/10
স্ক্রিনে ভেসে উঠবে অ্যাডমিট কার্ড। সেখান থেকেই করে নেওয়া যাবে ডাউনলোড। পরীক্ষার দিন ওই প্রিন্ট আউট নিয়ে যেতে হবে।
9/10
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরের কাজটাই হল যাবতীয় ব্যক্তিগত তথ্য ঠিক আছে কিনা তা খুঁটিয়ে দেখা।
10/10
যেমন, পরীক্ষার্থীর নাম, ফটো, সই সব দেখে নিতে হবে। যদি কোনও তথ্য ভুল বা তথ্য দেওয়া না থাকে তাহলে অবশ্যই তা জানাতে হবে CBSE-কে।
Published at : 04 Jan 2024 09:48 AM (IST)