CBSE 2023: দক্ষতামূলক প্রশ্নে জোর, আগামী বছর কবে হবে সিবিএসই পরীক্ষা?
CBSE 2023 Date Sheet: আগামী বছর কবে হবে চলতি শিক্ষাবর্ষের দশম এবং দ্বাদশের সিবিএসই পরীক্ষা? রইল বিস্তারিত
ফাইল ছবি
1/10
আগামী বছর কবে হবে সিবিএসই পরীক্ষা? আর কয়েকদিনের মধ্যেই পরীক্ষা সূচি প্রকাশ করতে পারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
2/10
সিবিএসই দশম এবং দ্বাদশের সূচি প্রকাশ করবে বোর্ড। সূচি প্রকাশের পর cbse.gov.in এবং cbse.nic.in এই দুই ওয়েবসাইট থেকে পরীক্ষা সূচি ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
3/10
সূত্রের খবর, ১ জানুয়ারি ২০২৩- এই তারিখের মধ্যে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে পারে বোর্ড। সিবিএসই দশম এবং দ্বাদশের লিখিত পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।
4/10
এবছর সিঙ্গল টার্ম অর্থাৎ একটিই মূল পরীক্ষা হবে সিবিএসই-র। ২০২১-২২ শিক্ষাবর্ষে দু’দফায় পরীক্ষা হয়।
5/10
শুধু তাই নয়, দুবছর পর ২০২৩-র সিবিএসই পরীক্ষা হবে একশো শতাংশ সিলেবাসে। অর্থাৎ এবছর সিলেবাসে কাটছাঁটের কোনও সম্ভাবনা নেই।
6/10
সিবিএসই দশমে ৪০ শতাংশ এবং দ্বাদশে ৩০ শতাংশ দক্ষতা ভিত্তিক প্রশ্ন থাকবে। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, দক্ষতা মূলক এই প্রশ্নের মধ্যে অবজেক্টিভ, বর্ণনামূলক, যুক্তি, বিষয় ভিত্তিক ব্যাখ্যামূলক প্রশ্ন থাকতে পারে।
7/10
সিবিএসই দশম এবং দ্বাদশের নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইটে। দশম এবং দ্বাদশ মিলিয়ে ৩৪ লক্ষ পরীক্ষার্থী রেজিস্ট্রার করেছে।
8/10
দিনকয়েক আগে চলতি শিক্ষাবর্ষের জন্য প্র্যাক্টিক্যাল পরীক্ষার গাইডলাইন প্রকাশ করে সিবিএসই।
9/10
কীভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা যাবে, সে সম্পর্কে বিস্তারিত বিধি প্রকাশ করেছে বোর্ড। পড়ুয়া, স্কুল এবং আঞ্চলিক কার্যালয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে।
10/10
প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিয়ে বোর্ড জানিয়েছে, সিলেবাস সম্পর্কে জানতে হবে পরীক্ষার্থীকে। সূচি অনুযায়ী হবে পরীক্ষা। প্র্যাক্টিক্যাল পরীক্ষা কেউ না দিলে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরে আর সুযোগ দেওয়া হবে না।
Published at : 22 Dec 2022 04:04 PM (IST)