CBSE 2023: দক্ষতামূলক প্রশ্নে জোর, আগামী বছর কবে হবে সিবিএসই পরীক্ষা?

CBSE 2023 Date Sheet: আগামী বছর কবে হবে চলতি শিক্ষাবর্ষের দশম এবং দ্বাদশের সিবিএসই পরীক্ষা? রইল বিস্তারিত

ফাইল ছবি

1/10
আগামী বছর কবে হবে সিবিএসই পরীক্ষা? আর কয়েকদিনের মধ্যেই পরীক্ষা সূচি প্রকাশ করতে পারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
2/10
সিবিএসই দশম এবং দ্বাদশের সূচি প্রকাশ করবে বোর্ড। সূচি প্রকাশের পর cbse.gov.in এবং cbse.nic.in এই দুই ওয়েবসাইট থেকে পরীক্ষা সূচি ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
3/10
সূত্রের খবর, ১ জানুয়ারি ২০২৩- এই তারিখের মধ্যে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে পারে বোর্ড। সিবিএসই দশম এবং দ্বাদশের লিখিত পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।
4/10
এবছর সিঙ্গল টার্ম অর্থাৎ একটিই মূল পরীক্ষা হবে সিবিএসই-র। ২০২১-২২ শিক্ষাবর্ষে দু’দফায় পরীক্ষা হয়।
5/10
শুধু তাই নয়, দুবছর পর ২০২৩-র সিবিএসই পরীক্ষা হবে একশো শতাংশ সিলেবাসে। অর্থাৎ এবছর সিলেবাসে কাটছাঁটের কোনও সম্ভাবনা নেই।
6/10
সিবিএসই দশমে ৪০ শতাংশ এবং দ্বাদশে ৩০ শতাংশ দক্ষতা ভিত্তিক প্রশ্ন থাকবে। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, দক্ষতা মূলক এই প্রশ্নের মধ্যে অবজেক্টিভ, বর্ণনামূলক, যুক্তি, বিষয় ভিত্তিক ব্যাখ্যামূলক প্রশ্ন থাকতে পারে।
7/10
সিবিএসই দশম এবং দ্বাদশের নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইটে। দশম এবং দ্বাদশ মিলিয়ে ৩৪ লক্ষ পরীক্ষার্থী রেজিস্ট্রার করেছে।
8/10
দিনকয়েক আগে চলতি শিক্ষাবর্ষের জন্য প্র্যাক্টিক্যাল পরীক্ষার গাইডলাইন প্রকাশ করে সিবিএসই।
9/10
কীভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা যাবে, সে সম্পর্কে বিস্তারিত বিধি প্রকাশ করেছে বোর্ড। পড়ুয়া, স্কুল এবং আঞ্চলিক কার্যালয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে।
10/10
প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিয়ে বোর্ড জানিয়েছে, সিলেবাস সম্পর্কে জানতে হবে পরীক্ষার্থীকে। সূচি অনুযায়ী হবে পরীক্ষা। প্র্যাক্টিক্যাল পরীক্ষা কেউ না দিলে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরে আর সুযোগ দেওয়া হবে না।
Sponsored Links by Taboola