GATE 2022 Exam Tips: প্রথমবারেই GATE পরীক্ষায় উত্তীর্ণ হতে চান? তাহলেও ভুলে এই ৫ কাজ করবেন না
Graduate Aptitude Test in Engineering (GATE) ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক শিক্ষার্থীদের নলেজ এবং আন্ডারস্যান্ডিং পরীক্ষা জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএটি যৌথভাবে IISc এবং দেশের সাতটি IIT দ্বারা পরিচালিত হয় এবং এটি মূলত ভারতে স্নাতকোত্তর এবং ভারতীয় PSU-এর এন্ট্রি-লেভেলে প্রবেশের প্রধান উপায়। এই পরীক্ষাটি বছরে একবারই হয়। আসন্ন বছরের ফেব্রুয়ারির ৫,৬,১২ এবং ১৩ তারিখ পরীক্ষাটি হবে। ১৭ মার্চ পরীক্ষার ফল প্রকাশ হবে।
এই পরীক্ষায় এক চান্সে পাস করা খুবই কঠিন। প্ল্যান মাফিক প্রস্তুতির মাধ্যমে GATE পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। আনুসাঙ্গিক পড়াশুনো বাদ রেখেই এই প্রস্তুতি করতে হবে।
IES এবং GATE উভয় পরীক্ষার জন্য একসঙ্গে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। দুটি পরীক্ষার জন্য একসঙ্গে প্রস্তুতি না নেওয়াই ভাল। IES-এর সিলেবাস খুবই কঠিন এবং বেশ কিছুটা আলাদাও।
GATE 2022 পরীক্ষায় একটি ভাল র্যাঙ্ক পেতে হলে পর্যাপ্ত মক টেস্ট দিন। মক টেস্ট না দিলে এক চান্সে পাস করা কিন্তু প্রায় অসম্ভব।
GATE 2022 পরীক্ষার জন্য আগের বছরের প্রশ্নপত্র বারংবার সলভ করুন। কম করে ১২ বছরের প্রশ্নপত্র সমাধানের চেষ্টা করুন। না করলে বিপাকে পড়বেন।
প্রথম প্রচেষ্টায় GATE ক্র্যাক করা কি সম্ভব? সঠিক পন্থা এবং দিকনির্দেশনা সহ নিশ্চয়ই সম্ভব। প্রতি বছর বিভিন্ন শাখার অনেক শিক্ষার্থীরা যখন করেছেন তখন আপনিও পারবেন।
আপনার নোটগুলি এমনভাবে তৈরি করুন যাতে আপনি GATE পরীক্ষার আগে বারবার তা রিভিশন করতে পারেন। প্রতিদিন রিভিশনে কমপক্ষে ২ ঘন্টা ব্যয় করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -