GATE 2022 Exam Tips: প্রথমবারেই GATE পরীক্ষায় উত্তীর্ণ হতে চান? তাহলেও ভুলে এই ৫ কাজ করবেন না

GATE পরীক্ষায় এক চ্যান্সে ক্র্যাক করতে চান, তাহলে দেখে নিন

1/8
Graduate Aptitude Test in Engineering (GATE) ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক শিক্ষার্থীদের নলেজ এবং আন্ডারস্যান্ডিং পরীক্ষা জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা।
2/8
এটি যৌথভাবে IISc এবং দেশের সাতটি IIT দ্বারা পরিচালিত হয় এবং এটি মূলত ভারতে স্নাতকোত্তর এবং ভারতীয় PSU-এর এন্ট্রি-লেভেলে প্রবেশের প্রধান উপায়। এই পরীক্ষাটি বছরে একবারই হয়। আসন্ন বছরের ফেব্রুয়ারির ৫,৬,১২ এবং ১৩ তারিখ পরীক্ষাটি হবে। ১৭ মার্চ পরীক্ষার ফল প্রকাশ হবে।
3/8
এই পরীক্ষায় এক চান্সে পাস করা খুবই কঠিন। প্ল্যান মাফিক প্রস্তুতির মাধ্যমে GATE পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। আনুসাঙ্গিক পড়াশুনো বাদ রেখেই এই প্রস্তুতি করতে হবে।
4/8
IES এবং GATE উভয় পরীক্ষার জন্য একসঙ্গে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। দুটি পরীক্ষার জন্য একসঙ্গে প্রস্তুতি না নেওয়াই ভাল। IES-এর সিলেবাস খুবই কঠিন এবং বেশ কিছুটা আলাদাও।
5/8
GATE 2022 পরীক্ষায় একটি ভাল র‍্যাঙ্ক পেতে হলে পর্যাপ্ত মক টেস্ট দিন। মক টেস্ট না দিলে এক চান্সে পাস করা কিন্তু প্রায় অসম্ভব।
6/8
GATE 2022 পরীক্ষার জন্য আগের বছরের প্রশ্নপত্র বারংবার সলভ করুন। কম করে ১২ বছরের প্রশ্নপত্র সমাধানের চেষ্টা করুন। না করলে বিপাকে পড়বেন।
7/8
প্রথম প্রচেষ্টায় GATE ক্র্যাক করা কি সম্ভব? সঠিক পন্থা এবং দিকনির্দেশনা সহ নিশ্চয়ই সম্ভব। প্রতি বছর বিভিন্ন শাখার অনেক শিক্ষার্থীরা যখন করেছেন তখন আপনিও পারবেন।
8/8
আপনার নোটগুলি এমনভাবে তৈরি করুন যাতে আপনি GATE পরীক্ষার আগে বারবার তা রিভিশন করতে পারেন। প্রতিদিন রিভিশনে কমপক্ষে ২ ঘন্টা ব্যয় করুন।
Sponsored Links by Taboola