Covid Vaccine Guidelines: ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ নিয়ে গাইডলাইন প্রকাশ কেন্দ্রের, দেখুন ছবিতে
নতুন বছরের শুরুতেই টিকা পাবে ১৫-১৮ বছর বয়সিরা। তা নিয়ে এ বার বিধিনিয়ম খোলসা করল কেন্দ্র
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্র জানিয়েছে, ১৫ থেকে ১৮ বছর বয়সিরা শুধু কোভ্যাক্সিনই নিতে পারবে
কারণ জরুরি ভিত্তিতে ১৫ থেকে ১৭ বছর বয়সিদের জন্য টিকাকরণের ক্ষেত্রে একমাত্র কোভ্যক্সিনই ছাড়পত্র পেয়েছে
কিশোর-কিশোরীদের টিকা নিয়ে সোমবার বিশদে বিধিনিয়ম প্রকাশ করে কেন্দ্র। তাতে বলা হয়, কোউইন অ্যাপের মাধ্যমেই নাম নথিভুক্ত করতে হবে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের
অনলাইন মাধ্যমে নিজে নিজেই নাম নথিভুক্ত করা যাবে।
আগে থেকে অ্যাকাউন্ট থাকলে ভাল, নইলে মোবাইল নম্বর দিয়ে কোউইনে নাম নথিভুক্ত করতে হবে।
এছাড়া, টিকাকেন্দ্রে গিয়েও নাম নথিভুক্ত করা যাবে। সে ক্ষেত্রে টিকাপ্রদানকারী অথবা সেখানে উপস্থিত সরকারি প্রতিনিধিদের সাহায্য নেওয়া যাবে
অনলাইন মাধ্যমে নির্দিষ্ট দিন এবং সময় বুক করে টিকা নিতে যেতে পারে ১৫ থেকে ১৮ বছর বয়সিরা
করোনারক নয়া রূপ ওমিক্রন ঘিরে উদ্বেগের মধ্যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ চালুর ঘোষণা করেন।
নতুন বছরে, ৩ জানুয়ারি থেকে তাদের টিকাকরণ শুরু হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -