IAS Success Story: আর্থিক কষ্ট ছিল নিত্যসঙ্গী, সাতবারের চেষ্টায় সাফল্য, IAS কে জয়গণেশের অজানা কাহিনি

প্রবল আর্থিক কষ্ট, তার সঙ্গে হার না মানা লড়াই। বাবা ছিলেন কারখানার কর্মী। নিম্নবিত্ত পরিবারের সন্তান কে জয়গণেশের আর্থিক কষ্ট ছিল নিত্যসঙ্গী।

ফাইল ছবি

1/8
একবার, দুবার নয়, সাত সাত বারের চেষ্টায় এল সাফল্য। আইএএস কে জয়গণেশ কাহিনি যে কোনও চিত্রনাট্যকেও হার মানায়।
2/8
প্রবল আর্থিক কষ্ট, তার সঙ্গে হার না মানা লড়াই। বাবা ছিলেন কারখানার কর্মী। নিম্নবিত্ত পরিবারের সন্তান কে জয়গণেশের আর্থিক কষ্ট ছিল নিত্যসঙ্গী।
3/8
মোট ৭ বার UPSC পরীক্ষায় বসেছেন কে জয়গণেশ। কিন্তু প্রতিবার পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর শুরু হয়েছে নতুন লড়াই। মন্ত্র ছিল একটাই যে কোনও ভাবেই UPSC উত্তীর্ণ হতেই হবে।
4/8
গ্রামেই পড়াশোনা তাঁর। উচ্চমাধ্যমিক স্তর পেরোনোর পর পলিটেকনিক পাশ করেন। থানথি পেরিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পাশ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
5/8
কিন্তু পড়াশোনা শেষেও পাচ্ছিলেন না চাকরি। কিন্তু অবসাদ কখনও গ্রাস করেনি তাঁকে। সিদ্ধান্ত নেন কিছু একটা কাজ করতে হবে। এরপর কর্মজীবনের শুরু।
6/8
সিনেমা হলে কাজ শুরু করেন তিনি। বিলিং ক্লার্ক হিসেবে কাজ করতেন। এরপর ওয়েটারের কাজ করেছেন রেস্তোরাঁয়। কিন্তু তাতে যে রোজগার করছিলেন তাতে সংসার কোনওরকমে চললেও, তা যথেষ্ট ছিল না। এরপরই শুরু লড়াইয়ের নতুন দিক।
7/8
শুরু হল UPSC-র প্রস্তুতি। কিন্তু পথটা মোটেই সহজ ছিল না। UPSC পরীক্ষায় সাফল্য যেমন এসেছে তেমন ব্যর্থ অনেকেই হয়েছেন। পরপর ছয়বার পরীক্ষায় ব্যর্থ হন কে জয়গণেশ। কিন্তু প্রতিবার ফল প্রকাশের পর নতুন লড়াইয়ে ইচ্ছাশক্তি পেয়েছেন।
8/8
সেই অদম্য জেদ আর অধ্যাবসায়কে হাতিয়ার করেই সাত বারের চেষ্টায় এল সাফল্য। ২০০৮ সালে UPSC (AIR 156) পাশ করেন তিনি। শুধু তাই নয় আইবি-তেও কাজের সুযোগ পান। তবে শেষ পর্যন্ত IAS হওয়ারই সিদ্ধান্ত নেন কে জয়গণেশ।
Sponsored Links by Taboola