Success Story: সারা বছরের বেতন জমিয়ে আমেরিকা পাঠিয়েছিলেন বাবা, আজ কয়েকশো কোটি আয় ! প্রেরণার নাম সুন্দর পিচাই
Sundar Pichai: গুগলের সিইও সুন্দর পিচাই। ভারতীয় বংশোদ্ভূত সুন্দরই প্রথম যিনি সারা বিশ্বের মধ্যে শীর্ষস্থানে থাকা একটি সংস্থার উচ্চপদে কর্মরত। বেতনও সবথেকে বেশি তাঁর। কেমন ছিল তাঁর শুরুর দিনগুলো ?
ছবি- সুন্দর পিচাইয়ের ইনস্টাগ্রাম
1/10
প্রযুক্তির জগতে অন্যতম সফল এবং জনপ্রিয় নাম সুন্দর পিচাই। ২০২২ সালে সমস্ত বিশ্বের প্রযুক্তিবিদদের মধ্যে সবথেকে বেশি বেতন পেয়েছেন সুন্দর পিচাই। মধ্যবিত্ত পরিবার থেকে কীভাবে এত বৃহত্তর দুনিয়ায় জায়গা করে নিলেন সুন্দর ? ছবি- সুন্দর পিচাইয়ের ইনস্টাগ্রাম
2/10
১৯৭২ সালের ১০ জুন তামিলনাড়ুর মাদুরাইতে জন্ম হয় সুন্দর পিচাইয়ের। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারেই বড় হয়ে উঠেছিলেন সুন্দর। ছবি- সুন্দর পিচাইয়ের ইনস্টাগ্রাম
3/10
তাঁর বাবা রঘুনাথ পিচাই পেশায় ছিলেন একজন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার, মা লক্ষ্মী পিচাই স্টেনোগ্রাফার হিসেবে কাজ করতেন। ছবি- সুন্দর পিচাইয়ের ইনস্টাগ্রাম
4/10
খড়গপুরের আইআইটি থেকে মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক উত্তীর্ণ হন সুন্দর পিচাই। আর তারপরই আমেরিকা যাত্রা সুন্দরের। সেখান থেকেই জীবন বদলে যায় সুন্দরের। ছবি- সুন্দর পিচাইয়ের ইনস্টাগ্রাম
5/10
আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মেটেরিয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং সেখানকার হোয়ার্টন স্কুল থেকে পাশ করেন এমবিএ। ছবি- সুন্দর পিচাইয়ের ইনস্টাগ্রাম
6/10
২০০৪ সালে গুগল সংস্থায় যোগ দেন সুন্দর পিচাই। তারপর ২০১৯ সালে গুগলের সিইও পদে নিযুক্ত হন সুন্দর। ছবি- সুন্দর পিচাইয়ের ইনস্টাগ্রাম
7/10
২০১৪ সালে তাঁকে গুগলের প্রোডাক্ট এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে নিযুক্ত করা হয়। গুগল টুলবার, গুগল ক্রোম, ডেস্কটপ সার্চ, গুগল গিয়ারস, ফায়ারফক্স এক্সটেনশন ইত্যাদি নানা প্রোডাক্টের দায়িত্ব পান সুন্দর পিচাই। ছবি- সুন্দর পিচাইয়ের ইনস্টাগ্রাম
8/10
২০১৭ সালের জুলাই মাসে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটে বোর্ড অফ ডিরেক্টরসের পদে আসীন হন সুন্দর পিচাই। দীর্ঘ ১৫ বছর গুগলের সঙ্গে কাজ করেছেন সুন্দর পিচাই। তাঁর নেতৃত্বেই গুগল প্রযুক্তির জগতে আরও উন্নত কাজকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিরন্তর। ছবি- সুন্দর পিচাইয়ের ইনস্টাগ্রাম
9/10
গুগল ক্লাউড, ইউটিউব থেকে শুরু করে এআই সবেতেই সুন্দর পিচাইয়ের অসামান্য অবদান রয়েছে। এক সাক্ষাৎকারে সুন্দর জানান যে, দশ বছর বয়স অবধি টেলিফোন কি জিনিস তিনি জানতেন না। আমেরিকায় আসার আগে কম্পিউটারের সঙ্গেও তাঁর পরিচয় ঘটেনি। ছবি- সুন্দর পিচাইয়ের ইনস্টাগ্রাম
10/10
বাবা সারা বছরের বেতন জমিয়ে আমেরিকার প্লেনের টিকিট কেটে দিয়েছিলেন সুন্দর পিচাইকে। আর আজ কয়েকশো কোটি টাকা উপার্জন তাঁর। বিশ্বের মধ্যে প্রযুক্তির দুনিয়ায় সাফল্যের অন্যতম আইকন সুন্দর পিচাই। ছবি- সুন্দর পিচাইয়ের ইনস্টাগ্রাম
Published at : 17 Feb 2024 11:43 AM (IST)