Phd After Graduation: গ্র্যাজুয়েশনের পরেই পিএইচডি করার সুযোগ, কীভাবে পাবেন এই সুবিধা?
গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশের (Graduation) পরেই পড়ুয়ারা যোগ দিতে পারবেন পিএইচডি- তে (Phd)। অর্থাৎ রিসার্চ বা গবেষণা করার সুযোগ পাবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (UGC) চেয়ারপার্সন এম জগদীশ কুমার জানিয়েছেন এই নতুন প্যাটার্নের কথা। নতুন নিয়মে স্নাতক পাশের পরেই সরাসরি পিএইচডি করার সুযোগ পাবেন।
এর সঙ্গে তিনি আরও জানিয়েছেন, চার বছরের প্রোগ্রাম পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তিন বছরের স্নাতক প্রোগ্রাম বন্ধ করা হবে না।
চলতি সপ্তাহের শুরুর দিকে স্নাতক বিভাগের এই নতুন নিয়মের কথা ঘোষণা করা হয়েছিল। সেখানে অনার্স ডিগ্রি কোর্সকে চার বছরের প্রোগ্রাম হিসেবে বলা হয়েছে।
ইউজিসি- র প্রধান জানিয়েছেন, চার বছরের স্নাতক প্রোগ্রামে যাঁরা পড়াশোনা করবেন তাঁদের আর পিএইচডি করার জন্য জন্য মাস্টার ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে না।
ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের চেয়ারপার্সন এম জগদীশ কুমার জানিয়েছেন, এখনও কোনও ডেডলাইন অর্থাৎ নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
তবে বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে। যত দ্রুত সম্ভব এই নতুন প্রোগ্রাম চালু করা হবে।
তবে যতদিন পর্যন্ত না সফলভাবে চার বছরের গ্রাজুয়েশন প্রোগ্রাম চালু হচ্ছে, ততদিন পর্যন্ত বর্তমানের তিন বছরের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম চালু রাখা হবে।
ইতিমধ্যেই বেশ কিছু বিশ্ববিদ্যালয় যেমন- দিল্লি বিশ্ববিদ্যালয় এই চার বছরের স্নাতক প্রোগ্রাম চালু হয়েছে। অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় এই প্রোগ্রাম চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
২০২৩ সাল অর্থাৎ আগামী বছরের শিক্ষাবর্ষে এই নতুন প্রোগ্রাম চালু করার চেষ্টায় রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়। আগামী কয়েক বছরের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই চার বছরের স্নাতক প্রোগ্রাম চালু করবে বলে মনে করা হচ্ছে। সেরা পড়ুয়াদের আকর্ষণ বাড়ানোর জন্যই এই প্রোগ্রাম চালু করা উচিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -