IAS Success Story: কোচিং ছাড়াই পরপর দু'বার UPSC জয় ! প্রাণিত করবে দিব্যার সাফল্য
দেশের সবথেকে কঠিন পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন দিব্যা তনওয়ার। পরিশ্রম আর নিষ্ঠাই ছিল তাঁর সাফল্যের মূলে। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহরিয়ানার মহেন্দ্রগড়ে জন্ম হয় দিব্যা তনওয়ারের। সেখানকার নভোদয় বিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষার পাঠ শেষ করেন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
তারপর বিজ্ঞান নিয়ে শুরু হয় স্নাতক পড়া। সংসারে অভাব ছিল। কষ্ট ছিল। কিন্তু পড়া থামেনি দিব্যার। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
দিব্যার মা ববিতা সবসময় তাঁর পাশে থেকেছেন। একা হাতে তিন মেয়েকে বড় করেছেন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
দিব্যার পড়াশোনায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে ব্যাপারে সর্বদা খেয়াল রাখতেন ববিতা। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
২১ বছর বয়সে প্রথমবার UPSC পরীক্ষা দেন দিব্যা তনওয়ার। কোনও কোচিং নেননি কখনও। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
প্রথমবারেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন দিব্যা তনওয়ার। ৪৩৮ র্যাঙ্ক করেন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
কিন্তু এতে সন্তুষ্ট হননি দিব্যা। ২০২২ সালে তাই আরেকবার পরীক্ষা দেন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
২য় বারের পরীক্ষায় ১০৫ র্যাঙ্ক অর্জন করেন দিব্যা তনওয়ার। মাত্র ২২ বছর বয়সেই সফল IAS হন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
দিব্যার সাফল্য অনুপ্রাণিত করে সকল উৎসাহী পরীক্ষার্থীদের। আর্থিক অসচ্ছলতা যে বাধা হতে পারে না, বুঝিয়েছেন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -