IAS Success Story: কোচিং ছাড়াই পরপর দু'বার UPSC জয় ! প্রাণিত করবে দিব্যার সাফল্য

IAS Divya Tanwar: মাত্র ২২ বছর বয়সেই IAS হন দিব্যা তনওয়ার। একবার নয়, পরপর দুবার UPSC পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন তিনি।

ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম

1/10
দেশের সবথেকে কঠিন পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন দিব্যা তনওয়ার। পরিশ্রম আর নিষ্ঠাই ছিল তাঁর সাফল্যের মূলে। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
2/10
হরিয়ানার মহেন্দ্রগড়ে জন্ম হয় দিব্যা তনওয়ারের। সেখানকার নভোদয় বিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষার পাঠ শেষ করেন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
3/10
তারপর বিজ্ঞান নিয়ে শুরু হয় স্নাতক পড়া। সংসারে অভাব ছিল। কষ্ট ছিল। কিন্তু পড়া থামেনি দিব্যার। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
4/10
দিব্যার মা ববিতা সবসময় তাঁর পাশে থেকেছেন। একা হাতে তিন মেয়েকে বড় করেছেন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
5/10
দিব্যার পড়াশোনায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে ব্যাপারে সর্বদা খেয়াল রাখতেন ববিতা। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
6/10
২১ বছর বয়সে প্রথমবার UPSC পরীক্ষা দেন দিব্যা তনওয়ার। কোনও কোচিং নেননি কখনও। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
7/10
প্রথমবারেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন দিব্যা তনওয়ার। ৪৩৮ র‍্যাঙ্ক করেন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
8/10
কিন্তু এতে সন্তুষ্ট হননি দিব্যা। ২০২২ সালে তাই আরেকবার পরীক্ষা দেন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
9/10
২য় বারের পরীক্ষায় ১০৫ র‍্যাঙ্ক অর্জন করেন দিব্যা তনওয়ার। মাত্র ২২ বছর বয়সেই সফল IAS হন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
10/10
দিব্যার সাফল্য অনুপ্রাণিত করে সকল উৎসাহী পরীক্ষার্থীদের। আর্থিক অসচ্ছলতা যে বাধা হতে পারে না, বুঝিয়েছেন তিনি। ছবি- দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম
Sponsored Links by Taboola