IAS Success Story: বাইশেই IAS চন্দ্রজ্যোতি, একবার পরীক্ষা দিয়েই
UPSC-র মত দেশের একটি কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা একবারের প্রয়াসেই উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত হয়ে উঠেছেন জলন্ধরের চন্দ্রজ্যোতি সিং। মাত্র ২২ বছর বয়সেই সফল IAS হয়েছেন তিনি। ছবি- চন্দ্রজ্যোতি সিংয়ের ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজলন্ধরে বড় হয়েছেন চন্দ্রজ্যোতি সিং। তাঁর পরিবারের অনেকেই মিলিটারিতে ছিলেন। তাঁর বাবা কর্ণেল দলবারা সিং একজন অবসরপ্রাপ্ত আর্মি রেডিওলজিস্ট ছিলেন। ছবি- চন্দ্রজ্যোতি সিংয়ের ইনস্টাগ্রাম
চন্দ্রজ্যোতির মা লেফটেন্যান্ট মীন সিংও সেনাবাহিনীতে ছিলেন। ফলে ছোটবেলা থেকেই একটা অন্য ধরনের পরিবেশে বড় হয়েছিলেন চন্দ্রজ্যোতি। ছবি- চন্দ্রজ্যোতি সিংয়ের ইনস্টাগ্রাম
জলন্ধরের এপিজে স্কুলে পড়াশোনা শুরু হয় তাঁর। তারপর দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেন তিনি চণ্ডীগড়ের ভবন বিদ্যালয় থেকে। ছবি- চন্দ্রজ্যোতি সিংয়ের ইনস্টাগ্রাম
তারপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজ থেকে ইতিহাসে স্নাতক উত্তীর্ণ হন চন্দ্রজ্যোতি সিং। তবে স্নাতক উত্তীর্ণ হওয়ার পর এক বছর পড়াশোনা থেকে বিরতি নিয়েছিলেন তিনি। ছবি- চন্দ্রজ্যোতি সিংয়ের ইনস্টাগ্রাম
সেই সময়ই শুরু করেন UPSC পরীক্ষার প্রস্তুতি। ইতিহাসকেই নিজের বিকল্প বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন চন্দ্রজ্যোতি সিং। ছবি- চন্দ্রজ্যোতি সিংয়ের ইনস্টাগ্রাম
২০১৮ সাল থেকেই প্রস্তুতি নিয়ে মাত্র ২২ বছরেই প্রথমবার UPSC পরীক্ষায় বসেন চন্দ্রজ্যোতি। আর প্রথমবারেই বাজিমাত। ছবি- চন্দ্রজ্যোতি সিংয়ের ইনস্টাগ্রাম
একবারের চেষ্টাতেই UPSC পরীক্ষার প্রিলিমস এবং মেনস পাশ করে সফল IAS হন জলন্ধরের চন্দ্রজ্যোতি সিং। ছবি- চন্দ্রজ্যোতি সিংয়ের ইনস্টাগ্রাম
সারা দেশের মধ্যে ২৮ র্যাঙ্ক অর্জন করেছিলেন চন্দ্রজ্যোতি সিং। বলা যায় তিনি দেশের কনিষ্ঠতম IAS-দের মধ্যে অন্যতম একজন। ছবি- চন্দ্রজ্যোতি সিংয়ের ইনস্টাগ্রাম
বর্তমানে তিনি পাঞ্জাব ক্যাডারের হয়ে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের পদে কর্মরত। ছোটবেলা থেকেই নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং পরিশ্রমের শিক্ষা পেয়েছেন চন্দ্রজ্যোতি। আর সেই শিক্ষাই তাঁকে এগিয়ে দিয়েছে। ছবি- চন্দ্রজ্যোতি সিংয়ের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -