Success Story: ক্যানসারে আক্রান্ত বাবা-মা, পরিবারে অনটন- অদম্য জেদে ২২ বছরেই সফল IAS রীতিকা

IAS Success Story Ritika Jindal: পঞ্জাবের মেয়ে রীতিকা দ্বাদশ শ্রেণিতে দারুণ ফলাফল করে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সে ভর্তি হন। স্নাতক উত্তীর্ণ হওয়ার পরেই শুরু হয় ইউপিএসসির প্রস্তুতি।

রীতিকা জিন্দালের লড়াই অনুপ্রেরণা দেবে

1/10
বাবার ক্যানসার ধরা পড়ে। তারপর থেকেই পরিবারের অনটন শুরু। ভিত যেন নড়ে গিয়েছিল। তবু লক্ষ্যচ্যুত হননি রীতিকা। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
2/10
আশেপাশে কোনও ভাল হাসপাতাল ছিল না, ফলে বাবার চিকিৎসার জন্য বহু দূর দূর গিয়ে চিকিৎসা করাতে হত। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
3/10
তবু এর মধ্যেই নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছেন রীতিকা জিন্দাল। তাঁর বাবার স্বপ্ন ছিল যাতে রীতিকা বড় হয়ে আইএএস অফিসার হন। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
4/10
আর বাবার এই অবস্থা দেখে কোথাও মনের মধ্যে একটা অদম্য জেদ চেপে বসেছিল রীতিকার যে তাঁকে ইউপিএসসিতে উত্তীর্ণ হতেই হবে। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
5/10
এমনই অনুপ্রেরণাদায়ক আইএএস রীতিকা জিন্দালের সাফল্যের কাহিনি। মাত্র ২২ বছরেই সফল আইএএস হয়েছেন তিনি। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
6/10
পঞ্জাবের মেয়ে রীতিকা দ্বাদশ শ্রেণিতে দারুণ ফলাফল করে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সে ভর্তি হন। স্নাতক উত্তীর্ণ হওয়ার পরেই শুরু হয় ইউপিএসসির প্রস্তুতি। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
7/10
বলাই বাহুল্য স্নাতক স্তরে তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন। প্রথমবার ইউপিএসসি দিয়ে কিছু নম্বরের জন্য পাশ করতে পারেননি তিনি। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
8/10
তবে দ্বিতীয়বারেই সফলভাবে ইউপিএসসি জয় করেন রীতিকা জিন্দাল। সারা দেশের মধ্যে ৮৮ র‍্যাঙ্ক অর্জন করেন তিনি। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
9/10
তাঁর বাবার প্রথমে মুখের ক্যান্সার এবং পরে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে। চিকিৎসা করাতে থাকে রীতিকা। কিন্তু প্রশিক্ষণের সময়েই বাবা-মাকে হারান তিনি। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
10/10
বাবা ক্যানসারে মারা যান এবং তাঁর মাস তিনেক পরেই তাঁর মাও ক্যানসারে মারা যান। তবে বাবা-মাকে হারালেও তাদের স্বপ্ন পূরণ করেছেন রীতিকা। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
Sponsored Links by Taboola