Success Story: ক্যানসারে আক্রান্ত বাবা-মা, পরিবারে অনটন- অদম্য জেদে ২২ বছরেই সফল IAS রীতিকা
বাবার ক্যানসার ধরা পড়ে। তারপর থেকেই পরিবারের অনটন শুরু। ভিত যেন নড়ে গিয়েছিল। তবু লক্ষ্যচ্যুত হননি রীতিকা। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআশেপাশে কোনও ভাল হাসপাতাল ছিল না, ফলে বাবার চিকিৎসার জন্য বহু দূর দূর গিয়ে চিকিৎসা করাতে হত। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
তবু এর মধ্যেই নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছেন রীতিকা জিন্দাল। তাঁর বাবার স্বপ্ন ছিল যাতে রীতিকা বড় হয়ে আইএএস অফিসার হন। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
আর বাবার এই অবস্থা দেখে কোথাও মনের মধ্যে একটা অদম্য জেদ চেপে বসেছিল রীতিকার যে তাঁকে ইউপিএসসিতে উত্তীর্ণ হতেই হবে। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
এমনই অনুপ্রেরণাদায়ক আইএএস রীতিকা জিন্দালের সাফল্যের কাহিনি। মাত্র ২২ বছরেই সফল আইএএস হয়েছেন তিনি। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
পঞ্জাবের মেয়ে রীতিকা দ্বাদশ শ্রেণিতে দারুণ ফলাফল করে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সে ভর্তি হন। স্নাতক উত্তীর্ণ হওয়ার পরেই শুরু হয় ইউপিএসসির প্রস্তুতি। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
বলাই বাহুল্য স্নাতক স্তরে তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন। প্রথমবার ইউপিএসসি দিয়ে কিছু নম্বরের জন্য পাশ করতে পারেননি তিনি। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
তবে দ্বিতীয়বারেই সফলভাবে ইউপিএসসি জয় করেন রীতিকা জিন্দাল। সারা দেশের মধ্যে ৮৮ র্যাঙ্ক অর্জন করেন তিনি। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
তাঁর বাবার প্রথমে মুখের ক্যান্সার এবং পরে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে। চিকিৎসা করাতে থাকে রীতিকা। কিন্তু প্রশিক্ষণের সময়েই বাবা-মাকে হারান তিনি। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
বাবা ক্যানসারে মারা যান এবং তাঁর মাস তিনেক পরেই তাঁর মাও ক্যানসারে মারা যান। তবে বাবা-মাকে হারালেও তাদের স্বপ্ন পূরণ করেছেন রীতিকা। ছবি- রীতিকা জিন্দালের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -