IBPS PO Mains Result 2023: IBPS প্রবেশনারি অফিসার পদে নিয়োগ, কীভাবে দেখবেন রেজাল্ট?
IBPS PO Mains Result: মেন পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন তাঁরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।
ফাইল ছবি
1/8
IBPS PO মেনের রেজাল্ট দেখা যাবে ibps.in ওয়েবসাইটে। যাঁরা নভেম্বর মাসে এই পরীক্ষা দিয়েছিলেন তাঁরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন নিজেদের রেজাল্ট।
2/8
মেন পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন তাঁরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। সম্ভবত আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এই ইন্টারভিউ নেওয়া হবে।
3/8
সারা দেশে ৩ হাজারের বেশি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে। কীভাবে রেজাল্ট দেখবেন?
4/8
প্রথমে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in –এ যেতে হবে।
5/8
IBPS PO মেনে রেজাল্টের লিঙ্ক দেখা যাবে হোম পেজেই।
6/8
সেখানে ক্লিক করলে খুলবে আরেকটা পেজ। ওই পেজে সব তথ্য দিতে হবে
7/8
এরপর সাবমিট অপশনে ক্লিক করলে স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট।
8/8
প্রয়োজনে ওই রেজাল্টের পেজটা ডাউনলোড করে রাখা যেতে পারে।
Published at : 26 Dec 2023 12:27 PM (IST)