IBPS PO Mains Result 2023: IBPS প্রবেশনারি অফিসার পদে নিয়োগ, কীভাবে দেখবেন রেজাল্ট?
IBPS PO মেনের রেজাল্ট দেখা যাবে ibps.in ওয়েবসাইটে। যাঁরা নভেম্বর মাসে এই পরীক্ষা দিয়েছিলেন তাঁরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন নিজেদের রেজাল্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেন পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন তাঁরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। সম্ভবত আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এই ইন্টারভিউ নেওয়া হবে।
সারা দেশে ৩ হাজারের বেশি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে। কীভাবে রেজাল্ট দেখবেন?
প্রথমে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in –এ যেতে হবে।
IBPS PO মেনে রেজাল্টের লিঙ্ক দেখা যাবে হোম পেজেই।
সেখানে ক্লিক করলে খুলবে আরেকটা পেজ। ওই পেজে সব তথ্য দিতে হবে
এরপর সাবমিট অপশনে ক্লিক করলে স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট।
প্রয়োজনে ওই রেজাল্টের পেজটা ডাউনলোড করে রাখা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -