Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Calcutta High Court Job: টাইপিং জানেন? চাকরি দিচ্ছে কলকাতা হাইকোর্ট, আবেদন করবেন কীভাবে?
কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ। প্রকাশিত হয়েছে শূন্যপদের বিজ্ঞপ্তি। ২২ ফেব্রুয়ারি প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত শূন্যপদে নিয়োগের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদন পত্র চাওয়া হয়েছে। আবেদনকারীকে রাজ্যের ভাষা অর্থাৎ বাংলা জানতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোন পদে নিয়োগ? গ্রেড -সি (Grade C)-তে P.A/ Stenographer (স্টেনোগ্রাফার) পদে নিয়োগ করা হবে। ২৫টি পদে নিয়োগ করা হবে।
বেতন কাঠামো: পে ম্যাট্রিক্স ৯ স্তর (২৮৯০০ টাকা- ৭৪৫০০ টাকা), সর্বনিম্ন বেতন হবে ৩২৫০০ টাকা, এর সঙ্গে অন্য ভাতাও থাকবে। আপাতত এই নিয়োগ অস্থায়ী হলেও পরে স্থায়ী হয়ে যেতে পারে।
যোগ্যতামান: ১. আবেদনকারীকে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) বা সমতুল্য কোনও বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাস করে থাকতে হবে। ২. শর্টহ্যান্ডে মিনিটে ১২০ শব্দ এবং টাইপের সময় মিনিটে ৩০ শব্দ লিখতে হবে। ৩. কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে।
বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সংরক্ষণের আওতাভুক্ত হবেন যদি (অন্ধত্ব/কম দৃষ্টিশক্তি) অন্তত ৪০ শতাংশ বা তার বেশি ডিস্যাবিলিটি থাকে। ৪০ শতাংশ বা তার বেশি ডিস্যাবিলিটি থাকলে তাহলে বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তিরা বয়স-সংক্রান্ত ছাড় পাবেন। ওই আবেদনকারীকে নিয়ম অনুযায়ী প্রত্যয়িত করে সরকারি হাসপাতাল থেকে পাওয়া শংসাপত্র জমা দিতে হবে। ৪০ শতাংশের কম ডিস্যাবিলিটি থাকলে এই ক্যাটাগরিতে আবেদন করা যাবে না।
১৮ বছর বয়স থেকে ৩২ বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। তফসিলি জাতি ও তফসিলি জনজাতিদের ক্ষেত্রে বয়সে ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় পাওয়া যাবে। বিশেষভাবে সক্ষমদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। হাইকোর্ট, অন্য আদালত এবং সরকারের কর্মীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। মাধ্যমিকের শংসাপত্র, অ্যাডমিট কার্ড বা সমতুল্য শংসাপত্র অনুযায়ী বয়স বিচার করা হবে। অন্য রাজের SC, ST, ওবিসি এ, ওবিসি বি -ভুক্তরা অসংরক্ষিত আসনের জন্য়ই গ্রাহ্য হবেন।
সাধারণ বিভাগের আবেদনকারীদের ফর্ম ফিলাপের জন্য লাগবে ৮০০ টাকা। (SC, ST-এর জন্য লাগবে ৩০০ টাকা)- ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্য়মে টাকা পাঠাতে হবে। এই বিজ্ঞপ্তি বেরনোর পরে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের নামে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্য়মে করতে হবে।
হাতে লিখে বা টাইপ করে চাকরির আবেদন করতে হবে। লিগাল সাইজ সাদা পাতায় (৮.৫ x 14) আবেদন করতে হবে। লিখতে হবে ১. আবেদনকারীর পুরো নাম (বড় অক্ষরে), ২. বাবা/স্বামীর নাম, ৩. ক্যাটেগরি, ৪. জন্ম তারিখ, ৫. ০১.০১.২০২৪ -তারিখে বয়স কত, ৬. বর্তমান ও স্থায়ী ঠিকানা (পিনকোড সহ) ৭. মোবাইল বা টেলিফোন নম্বর, ৮. ই-মেল, ৯. শিক্ষাগত যোগ্যতা, ১০. অন্য় যোগ্যতা, ১১. কম্পিউটার-সংক্রান্ত যোগ্যতা, ১২. শর্টহ্যান্ড ও টাইপিংয়ের স্পিড, ১৩. তফসিলি জাতি, জনজাতি, ওবিসি (এ, বি), বিশেষভাবে সক্ষম, ক্রীড়া- এসবের কোনও ক্যাটেগরিতে যদি থেকে থাকেন, ১৪. Exempted Category হয়ে থাকলে, ১৫. এখন কোনও চাকরি করে থাকলে তার বিবরণ, ১৪. নাগরিকত্ব, ১৫. পরীক্ষার আবেদন ফি-এর তথ্য়।
আবেদনপত্রের সঙ্গে প্রয়োজন ২টি পাসপোর্ট সাইজ ফটো (একটি আবেদনপত্রের উপরে ডানদিকে আঠা দিয়ে লাগাতে হবে, অন্যটি স্টেপল করে দিতে হবে)। ফটোর উপর সই লাগবে। ২৫ সেমিx১১ সেমি মাপের একটি এনভেলপ, সেখানে আবেদনকারীর ঠিকানা লেখা থাকবে। এর সঙ্গেই ৪৫ টাকার একটি পোস্টাল স্ট্যাম্প থাকবে। যাতে আবেদনকারীর সঙ্গে পরে যোগাযোগ করা যায়। বয়স, ঠিকানা, জাতিগত শংসাপত্র-সহ বাকি যা যা শংসাপত্র দিতে হবে তার প্রত্যয়িত ফটোকপি।
যাঁরা প্রাথমিকভাবে বাছাই হবেন, তাঁদের পরে শর্টহ্যান্ডের (Phase 1) পরীক্ষা হবে। মিনিটে ১২০ শব্দের গতিতে ৫ মিনিটের পরীক্ষা দিতে হবে, তারপর সেটাকে ৪৫ মিনিটের মধ্যে নিজের হাতে লিখতে হবে। Phase 1- এ যাঁরা বাছাই হবেন, তাঁদের ফের শর্টহ্য়ান্ড পরীক্ষা হবে, তারপর সেই লেখা কম্পিউটারে টাইপ করতে হবে। এই দুই ধাপের পরীক্ষার পরে ফাইনাল প্যানেল তৈরি হবে। মুখবন্ধ খামের মধ্যে (কোন পদে আবেদন তা খামের বাঁদিকে লিখতে হবে) আবেদন করে সেই খাম ১৫.০৩.২০২৪ তারিখে বিকেল ৪.৪৫ মিনিটের মধ্য়ে পাঠাতে হবে- এই ঠিকানায়- রেজিস্ট্রার জেনারেল, হাই কোর্ট, ৩, এসপ্ল্যানেড রো (ওয়েস্ট), কলকাতা- ৭০০০০১। সব ছবি: PTI, Pexels, Getty
- - - - - - - - - Advertisement - - - - - - - - -