Ford SUV: ফরচুনারকেও ছাপিয়ে যাবে কি এনডিভার ? ফোর্ডের নতুন SUV-তে কী চমক ?
২০২৫ সালের মধ্যেই ভারতের বাজারে আসবে ফোর্ডের একটি অভিনব SUV মডেল। ফোর্ডপ্রেমীদের জন্য সুখবর। ছবি- নিজস্ব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন SUV ফোর্ডের মডেলটি আসবে মূলত CBU মোডে। ভারতে ফোর্ড গাড়ির জনপ্রিয়তা বরাবরই খুব বেশি। ছবি- ফোর্ড ইন্ডিয়া ওয়েবসাইট
এখন বাজারে যে ফরচুনার গাড়ি রয়েছে, তার সঙ্গে সরাসরি পাল্লা দেবে এই ফোর্ড SUV। ছবি- নিজস্ব
কত দাম হতে পারে এই গাড়ির তা এখনও জানা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে এই গাড়ির দাম বেশি হলে ক্রেতাদের কাছে সমস্যার হতে পারে। ছবি- নিজস্ব
নতুন এনডিভার অনেক বেশি রিফাইন্ড, লাক্সারিয়াস এবং একইসঙ্গে একটা রুক্ষ চেহারা বজায় রেখেছে নিজের লুকের মধ্যে। ছবি- নিজস্ব
ইন্টিরিয়রের কথা বলতে গেলে একটা বিশাল ডিজিটাল স্ক্রিন, একটা পোর্ট্রেট টাচস্ক্রিন এতে যুক্ত হয়েছে যেখানে গাড়ির মেটেরিয়ালে অনেক বদল এসেছে। ছবি- নিজস্ব
ফরচুনারের মত ট্রাক প্ল্যাটফর্মের উপরেই রয়েছে আন্ডারপিনিংগুলি। আর এটাতেও একই ডিজাইন ও লুক বজায় রয়েছে। ছবি- নিজস্ব
ফোর্ড এনডিভারে থাকবে হিটেড সিট, প্যানোরমিক সানরুফ, পাওয়ারড সিট এবং আরও অনেক কিছু। ADAS ফিচার্সও ফোর্ডের আসন্ন এভারেস্টের নতুন মডেলটিতে থাকবে বলেই মনে করা হচ্ছে। ছবি- নিজস্ব
ফরচুনারের সঙ্গে দামের তুলনা করা হলে এর দাম অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে, তবে এক্সক্লুসিভ হবে এই গাড়ির ডিজাইন। ছবি- ফোর্ড ইন্ডিয়া ওয়েবসাইট
ফোর্ডপ্রেমীদের জন্য ২০২৫ সাল অবধি অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এই এক্সক্লুসিভ মডেলটির জন্য এই অপেক্ষা করাই যায়। ছবি- ফোর্ড ইন্ডিয়া ওয়েবসাইট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -