Education News:প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নাজেহাল? অবশ্যই জেনে নিন এই টিপস
CAT, GMAT, CLAT...প্রতিযোগিতামূলক পরীক্ষার সংখ্যা নেহাত কম নয়। এর উপর রয়েছে সিভিল সার্ভিস। সব মিলিয়ে প্রত্যেক বছর চাকরিপ্রার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ধরনের পরীক্ষার ক্ষেত্রে সাধারণত সুনির্দিষ্ট সিলেবাস থাকে। কিন্তু তার পরও মাঝেমধ্যে কিছু প্রশ্ন এমন হতে পারে যা সে অর্থে চেনা হয় না। তার উপর সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার শেষ করার তাড়া থাকে। মোটের উপর চাপের অনেক কারণ। ঠিক কোন পথে প্রস্তুতি নিলে এই সমস্যা মোকাবিলা করা অনেকটা সহজ হবে? এই নিয়ে কয়েকটি টিপস রয়েছে বিশেষজ্ঞদের।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রথম শর্ত নিজের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি ভাল করে জেনে সেই অনুযায়ী বাস্তবসম্মত একটি 'স্কোর' লক্ষ্য হিসেবে স্থির করে নেওয়া। এর দুটি ফয়দা রয়েছে। এক, গোটা সিলেবাস শেষ করতে হবে, সেই চাপ কমে যায়। দুই, আকাশছোঁয়া স্কোরের প্রত্যাশা করতে গিয়ে সবটা ওলোট-পালোট করে ফেলার থেকে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী এগোলে প্রস্তুতির চাপও কম হবে।
দুই, সময়ের উপযুক্ত ব্যবহার। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থতার অন্যতম কারণ পরীক্ষার্থী সময়ের ঠিকঠাক ব্যবহার করতে পারেন না। এখানে প্রস্তুতির সময়ের পাশাপাশি পরীক্ষার হলে কী ভাবে সময় ব্যবহার করছেন, তার উপ সাফল্য নির্ভর করে।
মক টেস্ট। এটি এড়ানো যাবে না। কোনও বিষয় সম্পর্কে পরীক্ষার্থীর জ্ঞান ঠিক কতটা, সেটা জানার সেরা উপায় হল মক টেস্ট। তা ছাড়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরীক্ষা দেওয়ার যে ক্ষমতা, সেটিও বাড়াতেও সাহায্য করে মক টেস্ট।
সিলেবাস শেষ মানেই পরীক্ষার প্রস্তুতি শেষ, একেবারেই নয়। 'রিভিশন' বা সিলেবার আরও কয়েকবার ভাল করে চর্চা করাটা এই ধরনের পরীক্ষায় সাফল্যের অন্যতম চাবিকাঠি।
তবে চোখ-কান বুজে 'রিভিশন' করলে হবে না। মক টেস্টের পর কোথায়, কোন জায়গায় ভুল হচ্ছে, খামতি থেকে যাচ্ছে, সেগুলি দেখে তার উপর বেশি করে জোর দেওয়া দরকার। তা হলেই রিভিশনের আসল উদ্দেশ্য পূরণ হবে।
যে কোনও ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজি বা কৌশল অনুসরণ করা জরুরি। সে জন্য অতীতে যাঁরা এই ধরনেক পরীক্ষায় সাফল্য পেয়েছেন, তাঁদের পরামর্শ নেওয়া যেতে পারে। নিজের মতো করেও কৌশল তৈরি করা যেতে পারে। পরিশ্রমের পাশাপাশি এই সব ক্ষেত্রে সাফল্যের জন্য প্রয়োজন একটু 'স্মার্টনেস'-ও। সেটুকু থাকলেই সাফল্য নিশ্চিত। সে রকম হলে প্রয়োজনে অনলাইন বা অফলাইন বিশেষজ্ঞ প্রশিক্ষকরা তো রয়েছেনই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -