Poonam Pandey: ফল কিনতে গিয়ে ক্যামেরাবন্দি পুনম পাণ্ডে
ফল কিনতে বেরিয়ে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন পুনম পাণ্ডে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার অন্ধেরীতে আমের গাড়ির সামনে দেখতে পাওয়া গেল মডেল ও অভিনেত্রী পুনমকে।
সম্প্রতি কঙ্গনা রানাউত সঞ্চালিত অনুষ্ঠান 'লক আপ'-এ অংশ নিয়েছিলেন তিনি।
এই ব্যাপারে পুনম বলেছিলেন, 'আমার ভালো লাগছে দর্শকদের এটা জানাতে যে আমি বিতর্কিত শো লক আপ -এ অংশ নিতে চলেছি।'
তিনি বলেছিলেন, 'এটুকু জানি, আমি আসলে মানুষটা যেমন, তেমনটাই তুলে ধরতে হবে সবার সামনে।'
কানপুরে জন্ম পুনম পাণ্ডের। মডেল হিসেবে কর্মজীবন শুরু।
মূলত সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করার মাধ্যমে হঠাৎই বিখ্যাত হয়ে ওঠেন পুনম।
২০১৩ সালে প্রথম তাঁকে 'নেশা' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
২০২০ সালের ১ সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমিক স্যামকে বিয়ে তরেন পুনম।
এরপর ১১ সেপ্টেম্বর তিনি স্যামের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হুমকির অভিযোগ আনেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -