Tough Exams In India:উচ্চশিক্ষা ও নিয়োগ ক্ষেত্রে দেশের অন্যতম কঠিন পরীক্ষা এগুলি...

Education News উচ্চশিক্ষা থেকে সরকারি চাকরি, সুযোগ পেতে হলে পাশ করতে হবে কঠিন এই পরীক্ষাগুলি। কী কী রয়েছে সেই তালিকায়? ঝট করে দেখে নেওয়া যাক?

উচ্চশিক্ষা ও নিয়োগ ক্ষেত্রে দেশের অন্যতম কঠিন পরীক্ষা এগুলি...

1/8
সরকারি চাকরি হোক বা উচ্চশিক্ষা, বেশ কিছু কঠিন পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে দাখিল হওয়ার উপায় নেই। এমন একাধিক পরীক্ষার কথা কম-বেশি আমরা অনেকে জানি। তারই একটি তালিকা দেখে নেওয়া যাক? তবে এর বাইরেও কিছু এ দেশে কঠিন পরীক্ষার সংখ্যা কিছু কম নয়। (ছবি:PIXABAY)
2/8
তালিকায় প্রথমেই থাকবেন ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিসেস এগজ্যাম। IAS, IPS এবং IFS-র মতো পদে, কেন্দ্রীয় সরকারের আমলা হিসেবে যোগ দিতে কঠিন এই পরীক্ষার বেড়া ডিঙোনো জরুরি। প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ-এই তিন ধাপে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলে।
3/8
দেশের নিরাপত্তাবাহিনীতে যোগ দেওয়ার জন্য যোগ্য প্রার্থী বাছাই করা হয় যে পরীক্ষার মাধ্যমে, সেটির আয়োজন করে UPSC। এর মাধ্যমে National Defence Academy-র জন্য প্রার্থী বাছাই করা হয়। (ছবি:PTI)
4/8
উচ্চশিক্ষার কথা হলে IIT-র কথা আসবেই। তবে এই শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেতে হলে IIT-JEE-র মতো পরীক্ষায় উতরোতে হয়। এর জন্য দ্বাদশ শ্রেণিতে নির্দিষ্ট মার্কস পাওয়ার পর JEE Main এবং JEE Advanced-এ উত্তীর্ণ হয়ে, তার পর কাউন্সেলিংয়ে বসতে হয়। এর পরই আসন 'অ্যালটমেন্ট' হয়।
5/8
এর পর IIM। এখানে লেখাপড়া করতে হলে কমন অ্যাডমিশন টেস্ট বা CAT-এ উত্তীর্ণ হওয়া দরকার।
6/8
ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা NEET। সরকারি মেডিক্য়াল কলেজে ডাক্তারি পড়ার জন্য় এই পরীক্ষার ব্যবস্থা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষায় বসতে হলে দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীবনবিজ্ঞান থাকতে হবে। পাশাপাশি দ্বাদ্শ শ্রেণির বোর্ডের পরীক্ষাতেও নির্দিষ্ট নম্বর পেতে হবে। রয়েছে আরও কিছু নিয়মবিধি। পরীক্ষায় উতরোনোর পাশাপাশি
7/8
আইন নিয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে চান? সেক্ষেত্রে উতরোতে হবে কমন ল এন্ট্রান্স টেস্ট। তবে পরীক্ষায় বসার জন্য দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ন্যূনতম মার্কস নির্ধারি রয়েছে। তার পর পরীক্ষা। (ছবি:PIXABAY)
8/8
এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট হওয়ার পরীক্ষা, আরবিআই-র নিয়োগ পরীক্ষার মতোও বেশ কিছু এমন পরীক্ষা রয়েছে এই তালিকায় যা পাশ করলে দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা চাকরির দরজা খুলে যাবে। দরকার শুধু অধ্যবসায়। (ছবি:PIXABAY)
Sponsored Links by Taboola