Job News:৩০৪টি পদে নিয়োগ ভারতীয় বায়ুসেনায়! আবেদন করতে হলে কী করবেন?
চাকরির সুযোগ ভারতীয় বায়ুসেনায়। ব্যাখ্যা করে বললে, বায়ুসেনার তিনটি শাখায় চাকরির জন্য আবেদন গ্রহণ করা হবে। ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) এবং গ্রাউন্ড ডিউটি (নন টেকনিক্যাল), এই তিন শাখায় নিয়োগ হবে। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউৎসাহী চাকরিপ্রার্থীরা ভারতীয় বায়ুসেনার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। রেজিস্ট্রেশন উইন্ডো গত ৩০ মে খুলে গিয়েছে, চালু থাকবে ২৮ জুন পর্যন্ত। সব মিলিয়ে মোট ৩০৪টি পদে নিয়োগ হবে। (ছবি:PTI)
এর মধ্যে 'ফ্লাইং' বা AFCAT-র জন্য ২৯ জনকে নিয়োগ করা হবে। AFCAT-র গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) পদে ১১১ জনকে নিয়োগ করার কথা, AFCAT , গ্রাউন্ড ডিউটি( Non-Technical) শাখায় ৪৫টি আসনে নিয়োগ করা হবে। (ছবি:PTI)
AFCAT-র ফ্লাইংয়ের যে ৪৫টি পদে নিয়োগ হবে, তাতে সুযোগ পেতে হলে ন্যূনতম দ্বাদশ স্তরের পরীক্ষায় অঙ্ক এবং পদার্থবিদ্যার প্রত্যেকটিতে ৫০ শতাংশ নম্বর থাকতেই হবে। (ছবি:PTI)
তা ছাড়া যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক স্তরের ডিগ্রিও থাকা আবশ্যক। তাতে ৬০ শতাংশ নম্বরও পেতে হবে। যাঁদের বিই/বি.টেক ডিগ্রি রয়েছে, তাঁদের ক্ষেত্রেও স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়া আরও কিছু মানদণ্ড থাকছে। ভারতীয় বায়ুসেনার ওয়েবসাইটে গেলে বিশদ জানা যাবে। (ছবি:PTI)
AFCAT-র গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) বিভাগে চাকরি পেতে হলে দ্বাদশে অঙ্ক এবং পদার্থবিদ্যায় আলাদা ভাবে ৬০ শতাংশ নম্বর আবশ্যক। এছাড়া স্নাতকের ডিগ্রি নিয়েও কিছু যোগ্যতার মান রয়েছে। (ছবি:PTI)
AFCAT-র গ্রাউন্ড ডিউটি(নন টেকনিক্যাল) পদে যাঁরা আবেদন করবেন, তাঁদের একাংশের জন্য, যে কোনও বিষয়ে স্নাতকের ডিগ্রি কোর্স উত্তীর্ণ হওয়া আবশ্যক। কিছু কিছু পদের জন্য বি.কম-ই জরুরি। দুটি ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর দরকার। (ছবি:PTI)
আগামী ৯, ১০ এবং ১১ অগাস্ট AFCAT-র পরীক্ষা হওয়ার কথা। প্রত্যেকটি পদের জন্য ন্যূনতম এবং ঊর্ধ্বতম বয়সসীমা স্থির করা রয়েছে। ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে। (ছবি:PTI)
ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল)-এর জন্য আলাদা বেতন ও ভাতার কাঠামোও দেওয়া থাকছে। এই সমস্ত তথ্য়ই পাওয়া যাবে ভারতীয় বায়ুসেনার ওয়েবসাইটে। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -