Success Story: ৫ বছরেই বাবা-মাকে হারান, পড়াশোনা থামেনি- বাড়িতে পড়েই সফল IPS অংশিকা
Anshika Jain Success Story: ৫ বছর বয়সেই বাবা-মাকে হারান, কিন্তু এই গভীর শোক দমাতে পারেনি তাঁকে। চালিয়ে গিয়েছেন নিজের পড়াশোনা। কোচিং ছাড়াই ইউপিএসসি পাশ করে নজির গড়েছেন অংশিকা।
অংশিকা জৈনের সাফল্য নজির গড়ল
1/10
৫ বছর বয়সেই বাবা-মাকে হারান, কিন্তু এই গভীর শোক দমাতে পারেনি তাঁকে। চালিয়ে গিয়েছেন নিজের পড়াশোনা। ছবি- ইনস্টাগ্রাম
2/10
আর সেই অদম্য জেদে বাড়িতে পড়েই UPSC উত্তীর্ণ হয়েছেন তিনি। হয়েছেন সফল IPS অফিসার। ছবি- ইনস্টাগ্রাম
3/10
তাঁর নাম অংশিকা, অংশিকা জৈন। ছোটবেলায় বাবা-মা মারা যাবার পর ঠাকুমা এবং কাকুর কাছেই মানুষ হয়েছেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
4/10
তাঁর ঠাকুমাই চাইতেন যেন অংশিকা বড় হয়ে সিভিল সার্ভেন্ট হন, বলা যায় অংশিকার ইউপিএসসির প্রস্তুতি নেওয়ার অনুপ্রেরণাই ছিলেন ঠাকুমা। ছবি- ইনস্টাগ্রাম
5/10
তাঁর ঠাকুমা পেশায় একজন শিক্ষিকা হওয়ার সুবাদে অনেক ছোট বয়স থেকেই অংশিকার উপযুক্ত শিক্ষাগ্রহণের উপর জোর দিতেন। ছবি- ইনস্টাগ্রাম
6/10
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে রামযশ কলেজ থেকে বি-কম ডিগ্রি অর্জন করেন অংশিকা জৈন। মাস্টার্স করার সময় থেকেই ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
7/10
স্নাতক উত্তীর্ণ হওয়ার পর দেশের অন্যতম জনপ্রিয় একটি বহুজাতিক সংস্থায় চাকরির সুযোগ পান অংশিকা জৈন। ছবি- ইনস্টাগ্রাম
8/10
কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি অংশিকা, চাকরির বদলে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার দিকেই জোর দেন অংশিকা। ছবি- ইনস্টাগ্রাম
9/10
২০১৯ সালে তাঁর ঠাকুমাও মারা যান। মানসিকভাবে খানিক ভেঙে পড়েছিলেন অংশিকা। কিন্তু হাল ছাড়েননি। ছবি- ইনস্টাগ্রাম
10/10
মোট চারবার চেষ্টা করে ইউপিএসসি পরীক্ষায় ৩০৬ র্যাঙ্কে উত্তীর্ণ হন অংশিকা। ২০২২ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল IPS হন অংশিকা। ছবি- ইনস্টাগ্রাম
Published at : 18 Jul 2024 11:02 AM (IST)