IPS Success Story: বলিউডের ছবিতে অভিনয়, তবুও লক্ষ্যপূরণে সফল IPS সিমলা প্রসাদ
ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন সিমলা প্রসাদ। পরীক্ষার প্রস্তুতিতে তাতে বাধা পড়েনি। ছবিতে অভিনয়ের পাশাপাশি চলেছে পড়াশোনা। ছবি- সিমলা প্রসাদের ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৮০ সালে ভোপালে জন্ম হয় সিমলা প্রসাদের। তাঁর বাবা ড. ভগীরথ প্রসাদ ১৯৭৫ সালের ব্যাচের একজন সফল আইএএস অফিসার এবং মা খ্যাতনামা লেখিকা মেহেরুন্নিসা পারভেজ।
সেন্ট জোসেফ কো-এড স্কুল থেকেই পড়াশোনা করেছেন সিমলা প্রসাদ। পরে বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ হন এবং তারপর সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ভোপালের বরকতউল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে।
পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন সিমলা প্রসাদ। পরীক্ষা দিয়ে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে উত্তীর্ণ হন সিমলা প্রসাদ এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে নিযুক্ত হন।
আর এই পদে কাজ করতে করতেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন সিমলা প্রসাদ। নিজে নিজেই পড়াশোনা শুরু করেন তিনি।
এরই মাঝে বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেন সিমলা। ছোটবেলা থেকেই অভিনয়, নাচ-গানের প্রতি তার একটা ঝোঁক ছিলই।
'আলিফ' এবং 'নকাশ' নামে দুটি ছবিতে অভিনয় করেছিলেন সিমলা প্রসাদ। 'আলিফ' ছবিতে শাম্মির চরিত্রে এবং 'নকাশ' ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়।
অভিনয়ের পাশাপাশি চলতে থাকে পড়াশোনাও। প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেই বাজিমাত করেন সিমলা প্রসাদ।
কোনওরকম কোচিং ছাড়াই UPSC CSE পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যোগ দেন ভোপালের সিমলা প্রসাদ।
বর্তমানে তিনি মধ্যপ্রদেশের বেতুল জেলার এসপি পদে কর্মরত। সিমলার জীবন বুঝিয়ে দিয়েছে, ইচ্ছে থাকলে যে কোনও পরীক্ষাতেই উত্তীর্ণ হওয়া সম্ভব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -