IPS Success Story: ১৬টি সরকারি চাকরির প্রস্তাব খারিজ, শুধু দেশসেবার লক্ষ্যেই আজ IPS তৃপ্তি
সরকারি চাকরি পাওয়া যেমন কষ্টের, তেমনি কেউ যদি সরকারি চাকরি পেয়েও হেলায় তা ছেড়ে দেয় ? চাকরি ছেড়ে সিভিল সার্ভিসে আসার এমন উদাহরণ তৈরি করেছেন তৃপ্তি। তৃপ্তি ভট্ট। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটা দুটো নয়, ১৬টি সরকারি চাকরির প্রস্তাব এসেছিল। কিন্তু তাও নাকচ করে দেশসেবার লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
শিক্ষকদের পরিমণ্ডলে বড় হয়েছেন তৃপ্তি। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন কেন্দ্রীয় বিদ্যালয়ে। এরপর পন্থনগর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন তিনি। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
ইঞ্জিনিয়ারিং পাশ করে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজ করতে শুরু করেন তৃপ্তি ভট্ট। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
কিন্তু এই চাকরিও বেশিদিন করেননি তৃপ্তি। ১৬টা সরকারি সংস্থা থেকে এসেছে চাকরির প্রস্তাব। কোথাও কাজ করেননি তিনি। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
সরকারি চাকরির প্রস্তাব নাকচ করে সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। নবম শ্রেণিতে পড়ার সময় তাঁর স্কুলে এসেছিলেন এপিজে আবদুল কালাম। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
একটি হাতে লেখা চিঠিতে কালাম তৃপ্তিকে লিখেছিলেন যাতে তিনি নিজেকে দেশসেবার কাজে নিয়োজিত করেন। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
আর সেই দেশসেবার লক্ষ্যেই সমস্ত চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অবলীলায়। ২০১৩ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষায় বসেন তৃপ্তি। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
প্রথম পরীক্ষাতেই বাজিমাত। ইউপিএসসি পাশ করে আইপিএস অফিসার হন তৃপ্তি ভট্ট। দেরাদুনের পুলিশ সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করেছেন তৃপ্তি। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
তৃপ্তি বুঝিয়েছেন সামাজিক সম্মান বা আর্থিক সাফল্যের থেকেও দেশসেবার লক্ষ্য অনেক বড়। আর সেই লক্ষ্যে স্থির থাকলে সাফল্য আসবেই। ছবি- তৃপ্তি ভট্টের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -