Ambika Raina Story: ছেড়েছিলেন বিদেশে মোটা টাকার চাকরি, তৃতীয়বারের চেষ্টায় IAS জম্মু কাশ্মীরের অম্বিকা রায়না
IAS Ambika Raina: অম্বিকা ২০২২ সালের UPSC পরীক্ষায় ১৬৪ তম স্থান অর্জন করেছিলেন। তিনবারের চেষ্টার পর তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
Continues below advertisement
আইএএস অম্বিকা রায়না
Continues below advertisement
1/9
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের একজন আইএএস অফিসার অম্বিকা রায়না। তাঁকে দেশের সবচেয়ে দূরদৃষ্টিসম্পন্ন মহিলা আইএএস অফিসারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
2/9
অম্বিকা ২০২২ সালের UPSC পরীক্ষায় ১৬৪ তম স্থান অর্জন করেছিলেন। তিনবারের চেষ্টার পর তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। অনেক বাধা সত্ত্বেও যে লক্ষ্যে পৌঁছানো সম্ভব তা প্রমাণ করে দিয়েছেন অম্বিকা।
3/9
সিভিল সার্ভিসেসের পরীক্ষায় বসতে চলা বা চেষ্টা করছেন, এমন অনেক পরীক্ষার্থীদের কাছেই অম্বিকা রায়না একজন অনুপ্রেরণার নাম।
4/9
প্রথমবার দু বার ভাল ফল করতে পারেননি অম্বিকা। তবে ভেঙে পড়েননি তিনি। তৃতীয়বারের চেষ্টায় নিজের স্বপ্ন পূরণ করেছিলেন এই তরুণী।
5/9
জুরিখের একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করার পর, তিনি সুইজারল্যান্ডে একটি চাকরির প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেই চাকরি ছেড়ে দেন অম্বিকা।
Continues below advertisement
6/9
সিভিল সার্ভিসের পরীক্ষার জন্যই নিজেকে তৈরি করছিলেন অম্বিকা। তাই স্যুইৎজারল্যান্ডের মোটা টাকার চাকরিও ছেড়ে দেন তিনি।
7/9
নিজেকে তৈরি করতে আলাদা আলাদা ছকে নিজের পড়াশুনো করেছেন অম্বিকা। তিনি জানিয়েছিলেন যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ১০০টির বেশি মক পরীক্ষা ফলো করেছিলেন অম্বিকা রায়না।
8/9
নতুন পরীক্ষার্থীদের জন্য আম্বানির পরামর্শ প্রচুর পরিমাণে পুরনো মক টেস্ট ও প্রশ্নপত্র সমাধান করার পরামর্শ দিয়ে থাকেন। নেটের মাধ্য়মে যত বেশি সম্ভব জ্ঞান অর্জনের পরামর্শ দিয়ে থাকেন।
9/9
অম্বিকা রানা গুজরাতের আমদাবাদের সিইপিটি বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক করেছিলেন।
Published at : 06 Oct 2025 01:32 PM (IST)