JEE Main Exam 2023: ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা কবে? জেনে নিন খুঁটিনাটি
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সম্প্রতি Joint Entrance Examination (JEE) Main- এর দিনক্ষণ ঘোষণা করেছে। জানা গিয়েছে, ২০২৩ সাল অর্থাৎ আগামী বছর দুটো সেশনে এই পরীক্ষা হবে। ছবি সৌজন্য- নিজস্ব চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম পর্যায়ের পরীক্ষা হবে জানুয়ারি মাসে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে এপ্রিল মাসে। প্রথম সেশনের জন্য ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন। শেষ তারিখ হল ১২ জানুয়ারি, ২০২৩। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
JEE Main 2023- এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in ভালভাবে পর্যবেক্ষণ করলেও খুঁটিনাটি তথ্য পাবেন পরীক্ষার্থীরা। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
Joint Entrance Examination (JEE Main)- এর মধ্যে দুটো পেপারে পরীক্ষা হবে। Paper 1 (BE/BTech)- এই পরীক্ষা নেওয়া হবে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ভাগ যেমন- BE/BTech- এ ভর্তির জন্য। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
NITs, IIITs এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারের অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান, বিভিন্ন রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষা নেওয়া হয়। ছবি সূত্র- গেটি ইমেজ।
এছাড়াও রয়েছে JEE (Advanced)- এর একটি এলিজিবিলিটি টেস্ট। মূলত আইআইটিগুলিতে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হবে। ছবি সূত্র- গেটি ইমেজ।
Paper 2- পরীক্ষা নেওয়া হবে দেশের BArch এবং BPlanning কোর্সগুলিতে ভর্তির জন্য। JEE Main 2023 পরীক্ষার টপ-স্কোরার পরীক্ষার্থীরা JEE Advanced পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হবেন। ছবি সূত্র- গেটি ইমেজ।
NTA ঘোষণা করেছে প্রথম সেশনের পরীক্ষা হবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২৪ থেকে ৩১ জানুয়ারির মধ্যে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ৬ থেকে ১২ এপ্রিলের মধ্যে। ছবি সূত্র- পিক্সেলস।
JEE (Main) 2023- এর প্রথম সেশনের ক্ষেত্রে কেবল সেশন ১ দেখা যাবে এবং পরীক্ষার্থীরা সেখানে পরীক্ষা দিতে পারবেন। একই জিনিস হবে দ্বিতীয় সেশনেও। ছবি সূত্র- পিক্সেলস।
ইনফরমেশন বুলেটিনে প্রাপ্ত তথ্য অনুসারে সেশন ২- এর অ্যাপ্লিকেশন উইন্ডো পুনরায় খোলা হবে। একটি নোটিসের মাধ্যমে তার নোটিফিকেশনও দেওয়া হবে বলে জানিয়েছে NTA। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -