JEE Main 2024 Session 1: বাড়ল সময়সীমা, JEE Main 2024 সেশন ওয়ানের জন্য আবেদন করতে পারবেন কারা?
জয়েন্ট এন্ট্রান্স মেন (সেশন – ওয়ান) –এর আবেদনের সময়সীমা বাড়ল। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appjeemain.nta.nic.in এই ওয়েবসাইটে গিয়ে করা যাবে আবেদন। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু এই পরীক্ষা। শেষ হবে ১ ফেব্রুয়ারি।
আবেদনপত্র সংশোধন করা যাবে ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার তিন দিন আগে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। পরীক্ষার ফল জানা যাবে ১২ ফেব্রুয়ারি।
JEE Main 2024 Session 1 - এর জন্য কীভাবে আবেদন করবেন?
প্রথমে JEE main- এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in- এখানে যেতে হবে।
এবার ক্লিক করতে হবে JEE Main 2024 সেশন ১ রেজিস্ট্রেশন লিঙ্কে। এই লিঙ্ক ওয়েবসাইটের হোমপেজেই থাকবে।
এরপর রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
একবার এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে অ্যাকাউন্টে লগ-ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে।
এরপরের পর্যায়ে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
শেষ পর্যায়ে পেজটা ডাউনলোড করে নিন। আর নিজের সুবিধার জন্য একটি হার্ড কপি সঙ্গে রেখে দিন যা পরে কাজে লাগতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -