Khan Sir: খান স্যারের রিসেপশনে চাঁদের হাট, কারা কারা ছিলেন আমন্ত্রিত ?

Khan Sir Reception Invitees: খান স্যারের রিসেপশনের ছবি ভাইরাল। এই প্রথম সর্বসমক্ষে কনেকে দেখা গেল। বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকাদের ভিড় দেখা যায় এদিনের রিসেপশনে।

খান স্যারের রিসেপশনে চাঁদের হাট

1/10
২ জুন পাটনায় জাঁকজমকপূর্ণ রিসেপশনের আয়োজন করেন খান স্যার। এর আগেই নীরবে বিয়ে সেরেছিলেন তিনি।
2/10
এই প্রথম সর্বসমক্ষে কনেকে দেখা গেল। বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকাদের ভিড় দেখা যায় এদিনের রিসেপশনে।
3/10
সকলের সঙ্গেই নববিবাহিত স্ত্রী এ এস খানের সঙ্গে পরিচয় করিয়ে দেন খান স্যার। কনেকে দেখা যায় লাল রঙের লেহেঙ্গাতে, তাঁর মুখ ছিল ঘোমটায় ঢাকা।
4/10
তাঁর রিসেপশনে উপস্থিত ছিলেন বিহারের শিল্পমন্ত্রকের মন্ত্রী নীতীশ মিশ্রও। তিনি নিজের এক্স হ্যান্ডলে রিসেপশনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
5/10
খান স্যারের কনেকে দেখতে রিসেপশনের পার্টিতে হাজির হয়েছিলেন আরেক জনপ্রিয় ইউটিউবার ও ইংরেজি শিক্ষিকা নীতু সিং।
6/10
সূত্র অনুসারে জানা যাচ্ছে খান স্যারের স্ত্রী এ এস খান সম্ভবত পেশায় বিহারের সিওয়ানে কর্মরত একজন সরকারি আধিকারিক।
7/10
এদিন খান স্যারকে দেখা যায় একেবারে ফর্ম্যাল লুকে, এই বিশেষ অনুষ্ঠানের জন্য একটি কালো স্যুট, গোলাপি রঙের জামা আর একটা লাল রঙের টাই পরেছিলেন তিনি।
8/10
খান স্যারের রিসেপশনে উপস্থিত হয়েছিলেন বিহারের গভর্নর আরিফ মহম্মদ খান, ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী, শিক্ষামন্ত্রী সুনীল কুমার সহ আরও বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।
9/10
'ফিজিক্সওয়ালা' খ্যাত শিক্ষক অলখ পাণ্ডেকেও এদিন দেখা যায় রিসেপশনের পার্টিতে। একটি ভিডিয়ো শেয়ার হয়েছে এক্স হ্যান্ডলে, সেখানেই ধরা পড়ে ঝলক।
10/10
শিক্ষার্থীদের এর আগেই খান স্যার জানিয়েছিলেন যে তাদের জন্য মহাভোজের আয়োজন করা হয়েছে আগামী ৬ জুন তারিখে।
Sponsored Links by Taboola