Madhyamik Exam 2024: বদলে যাচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সময়, কী জানাল বোর্ড?
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বছর মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট।
সকাল ১১.৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল ৯.৪৫ মিনিটে। উচ্চমাধ্যমিক শুরু বেলা ১২টার পরিবর্তে সকাল ৯.৪৫ মিনিটে।
সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন।
আগামী মাসেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে টানা ১০ দিন।
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শেষ হবে পরীক্ষা। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।
দুই পরীক্ষার সময় পরিবর্তনের কথা ঘোষণা করল সংশ্লিষ্ট বোর্ড। জানানো হয়েছে, সময় খানিকটা এগিয়ে আনা হচ্ছে। সূচি অনুযায়ী যেদিন যে পরীক্ষা হওয়ার কথা সেটাই হবে।
পাশাপাশি প্রশ্নফাঁস রুখতেও এবছর কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। যার জন্য নতুন পদ্ধতিও আনছে সংশ্লিষ্ট বোর্ড।
এই পদ্ধতিতে কোনও প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোলেই সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর তা ধরে ফেলা যাবে।
প্রতিটি প্রশ্নপত্রে একটি করে ‘স্বতন্ত্র কোড’ থাকবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। প্রশ্নপত্র ফাঁস হলেই ওই ইউনিক কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা সম্ভব হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -