Madhyamik Result: ভাল নম্বর পেতে বাদ থাক মোবাইল, মাধ্যমিকে সাফল্যর পথ দেখালেন নরেন্দ্রপুরের মহারাজ

মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। প্রতি বছরের মতো এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাফল্য ছিল নজরকাড়া। প্রথম দশের মেধাতালিকায় ৫৭ জনের মধ্যে ছ'জন মিশনের ছাত্র। ছবি সূত্র- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন/ ফেসবুক পেজ
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজির কথায়, 'শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক বিকাশের জন্য চেষ্টা করা হয়। ছাত্ররা মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায়। সকালে উঠে ব্যায়াম, যোগাসন করা, প্রার্থনা করা। বিরাট যৌথ পরিবারের সাফল্য।' ছবি সূত্র- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন/ ফেসবুক পেজ

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজি জানিয়েছেন ছাত্রদের মোবাইল না থাকাই নরেন্দ্রপুরের সাফল্যের অন্যতম কারণ। ছবি সূত্র- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন/ ফেসবুক পেজ
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক জানিয়েছেন, 'এই যুগে দাঁড়িয়ে আমি বারবার যা গুরুত্ব দিয়ে থাকি এবং বলে থাকি তা হল, আমাদের এখানে ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না। একবিংশ শতকে দাঁড়িয়ে মোবাইল ফোনের দরকার আছে, একথা অনস্বীকার্য। কিন্তু ১৬-১৮ বছরের ছাত্রদের ক্ষেত্রে হাতে ফোন থাকলে মন বিঘ্নিত হয়ে থাকতেই পারে।' ছবি সূত্র- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন/ ফেসবুক পেজ
তিনি বলেন, 'আমাদের এখানে মোবাইল না থাকায় নিরবিচ্ছিন্ন পড়াশোনা করা, একসঙ্গে বেড়ে ওঠা। একসঙ্গে একে অপরকে সাহায্য করে এগিয়ে চলে সকলে।' ছবি সূত্র- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন/ ফেসবুক পেজ
আর কী কী কারণ থাকতে পারে এই সাফল্যর? এ প্রসঙ্গে স্বামী ইষ্টেশানন্দজি বলেন, 'নরেন্দ্রপুর একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়। ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে। ছাত্রদের সুবিধা অসুবিধা একে অপরকে পাশে পেয়ে থাকে। নরেন্দ্রপুরে তপোবনের মতো পরিবেশ রয়েছে। যা মনসংযোগ করার জন্য গুরুত্বপূর্ণ সাফল্যর জন্য।' ছবি সূত্র- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন/ ফেসবুক পেজ
তবে একেবারেই যে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞ রয়েছে তা নয়। একাদশ-দ্বাদশে মোবাইল ছাড়া, কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হয় অবশ্যই তা পড়াশোনার প্রয়োজনের দিকটি মাথায় রেখে, তা-ও জানান তিনি। ছবি সূত্র- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন/ ফেসবুক পেজ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -