IAS Success Story: মাত্র ২২ বছরেই সফল IAS স্মিতা সবরওয়াল, কীভাবে ?
মাত্র ২২ বছর বয়সেই সাফল্য ! দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC-তে উত্তীর্ণ হয়ে দেশের কনিষ্ঠতম মহিলা IAS অফিসার হন স্মিতা। স্মিতা সবরওয়াল। ছবি- স্মিতা সবরওয়ালের ফেসবুক
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৭৭ সালের ১৯ জুন দার্জিলিংয়ে জন্মেছিলেন স্মিতা সবরওয়াল। তাঁর আসল নাম স্মিতা দাস। তাঁর বাবা প্রণব দাস আর্মিতে ছিলেন, হায়দ্রাবাদের কর্ণেল পদে আসীন থাকাকালীন তিনি অবসর নেন। ছবি- স্মিতা সবরওয়ালের ফেসবুক
হায়দ্রাবাদেই পড়াশোনা করেছেন স্মিতা এবং পড়াশোনা শেষ করে ২০০০ সালেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ছবি- স্মিতা সবরওয়ালের ফেসবুক
সেকেন্দ্রাবাদের সেন্ট অ্যান্স স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অর্থাৎ ICSE বোর্ড পরীক্ষায় প্রচুর নম্বর পেয়ে পাশ করেন স্মিতা। তারপর বাণিজ্য বিভাগে স্নাতক পড়তে ভর্তি হন সেন্ট ফ্রান্সিস ডিগ্রি কলেজ ফর ওমেনে। ছবি- স্মিতা সবরওয়ালের ফেসবুক
অনেকেই বলেন এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে দিনে ষোলো ঘণ্টা, আঠারো ঘণ্টা পড়তে হয়। কিন্তু স্মিতার ক্ষেত্রে বিষয়টা ঠিক ওরকম ছিল না। ছবি- স্মিতা সবরওয়ালের ফেসবুক
খবর, দিনে মাত্র ৬ ঘণ্টা পড়েই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন স্মিতা। প্রতিদিন খবরের কাগজ পড়ার অভ্যাস ছিল স্মিতার। ছবি- স্মিতা সবরওয়ালের ফেসবুক
পরীক্ষায় তাঁর বৈকল্পিক বিষয় ছিল নৃতত্ত্ব এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ২০০০ সালে UPSC পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন স্মিতা। AIR 4 র্যাঙ্ক তাঁর জীবনে যেন এক স্বপ্নের মত। ছবি- স্মিতা সবরওয়ালের ফেসবুক
মাত্র ২২ বছর বয়সেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের মধ্যে কনিষ্ঠতম IAS অফিসার হন স্মিতা সবরওয়াল। ছবি- স্মিতা সবরওয়ালের ফেসবুক
প্রথমে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতরে যোগ দেন স্মিতা। তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সচিবের পদে বহাল রয়েছেন স্মিতা। এছাড়াও গ্রামীণ জল সরবরাহ বিভাগ এবং মিশন ভাগীরথীর সচিবের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। কর্মীনগর এবং মেডকে ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবেও বেশ কিছুদিন কাজ করেছেন স্মিতা সবরওয়াল। ছবি- স্মিতা সবরওয়ালের ফেসবুক
আইপিএস আকুন সবরওয়ালের সঙ্গে বিবাহ হয় স্মিতার। দুজনের প্রেমকাহিনিও বেশ জনপ্রিয়। অকুন বর্তমানে হায়দ্রাবাদ রেঞ্জে আইজি পদে কর্মরত। ছবি- স্মিতা সবরওয়ালের ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -