Wedding Stress: বিয়ের চাপ বড় চাপ ! সামলাবেন কীভাবে ? রইল সহজ কিছু টিপস
Wedding Stress Tips to Manage: জীবনে যে কটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, তার মধ্যে বিয়ে একটি। নিজের বিয়ে নিয়ে নানা আশা আকাঙ্খা থাকে। ফলে মনের উপর চাপও বাড়তে থাকে।
বিয়ের চাপ বড় চাপ ! সামলাবেন কীভাবে ? (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
1/8
বিয়ে নিঃসন্দেহে জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিয়ে নিয়ে অনেকেরই অনেকরকম আশাআকাঙ্খা থাকে। গোটা আয়োজন চলে অনেক দিন ধরে। এতে মনের উপর চাপ তৈরি হয়।
2/8
কিন্তু বেশি চাপ নিলেও চলবে না। তাই ওয়েডিং স্ট্রেস সামলানোর কিছু উপায় জানাও জরুরি। আপনার জন্যই রইল তেমন কিছু সহজ টিপস।
3/8
আগে থেকে প্ল্যানিং: বিয়ে অনেকটাই বড় আয়োজন। বিয়ের বেশ কিছু দিন আগে থেকেই নানারকম কাজের চাপ থাকে। বিয়ের দিন তা আরও বাড়ে। তাই আগে থেকে কবে কী করবেন, প্ল্যান করে রাখুন। প্ল্যানমাফিক এগোন।
4/8
চাপের কাজ : যে কাজ চাপের বলে মনে হচ্ছে, সেগুলিকে চিহ্নিত করুন। সেগুলির প্রতি বেশি যত্নবান হতে হবে আপনাকে।
5/8
কোনটা আগে করবেন ঠিক করুন: কাজকে প্রায়োরিটি অনুযায়ী সাজানো জানতে হবে। সব কাজ সমান গুরুত্বপূর্ণ হয় না। তাই কোন কাজটা আগে করবেন, কোনটা পরে করবেন তা ঠিক করে নিন।
6/8
দায়িত্ব ভাগ করুন : সবটা একা হাতে সামলানোর দরকার নেই। বরং কাছের মানুষদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিন। কাজগুলি ঠিকমতো করা হল কি না সেদিকে খেয়াল রাখুন।
7/8
গুছিয়ে রাখুন: কী কী কাজ করতে হবে, কবে করতে হবে - সেগুলি কোথাও লিখে রাখতে পারেন। কাজটি হয়ে গেলে লেখার পাশে টিক মেরে দিন। এভাবে গুছিয়ে কাজগুলি করুন। এতে গোটা ব্যাপারটা সুষ্ঠুভাবে হবে।
8/8
আনন্দে থাকুন: সবসময় কাজ নিয়ে ভাবলে চলবে না। জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে সামনে। সেটাই যেন আপনাকে আনন্দে রাখে। এতে কাজ করতে গিয়ে খুব চাপ আছেন মনে হবে না।
Published at : 10 Jan 2024 03:49 PM (IST)