Wedding Stress: বিয়ের চাপ বড় চাপ ! সামলাবেন কীভাবে ? রইল সহজ কিছু টিপস
বিয়ে নিঃসন্দেহে জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিয়ে নিয়ে অনেকেরই অনেকরকম আশাআকাঙ্খা থাকে। গোটা আয়োজন চলে অনেক দিন ধরে। এতে মনের উপর চাপ তৈরি হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু বেশি চাপ নিলেও চলবে না। তাই ওয়েডিং স্ট্রেস সামলানোর কিছু উপায় জানাও জরুরি। আপনার জন্যই রইল তেমন কিছু সহজ টিপস।
আগে থেকে প্ল্যানিং: বিয়ে অনেকটাই বড় আয়োজন। বিয়ের বেশ কিছু দিন আগে থেকেই নানারকম কাজের চাপ থাকে। বিয়ের দিন তা আরও বাড়ে। তাই আগে থেকে কবে কী করবেন, প্ল্যান করে রাখুন। প্ল্যানমাফিক এগোন।
চাপের কাজ : যে কাজ চাপের বলে মনে হচ্ছে, সেগুলিকে চিহ্নিত করুন। সেগুলির প্রতি বেশি যত্নবান হতে হবে আপনাকে।
কোনটা আগে করবেন ঠিক করুন: কাজকে প্রায়োরিটি অনুযায়ী সাজানো জানতে হবে। সব কাজ সমান গুরুত্বপূর্ণ হয় না। তাই কোন কাজটা আগে করবেন, কোনটা পরে করবেন তা ঠিক করে নিন।
দায়িত্ব ভাগ করুন : সবটা একা হাতে সামলানোর দরকার নেই। বরং কাছের মানুষদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিন। কাজগুলি ঠিকমতো করা হল কি না সেদিকে খেয়াল রাখুন।
গুছিয়ে রাখুন: কী কী কাজ করতে হবে, কবে করতে হবে - সেগুলি কোথাও লিখে রাখতে পারেন। কাজটি হয়ে গেলে লেখার পাশে টিক মেরে দিন। এভাবে গুছিয়ে কাজগুলি করুন। এতে গোটা ব্যাপারটা সুষ্ঠুভাবে হবে।
আনন্দে থাকুন: সবসময় কাজ নিয়ে ভাবলে চলবে না। জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে সামনে। সেটাই যেন আপনাকে আনন্দে রাখে। এতে কাজ করতে গিয়ে খুব চাপ আছেন মনে হবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -