Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
NTA NET 2024: জুনে নেট দিতে চান ? ১০ মে শেষ দিন, রেজিস্ট্রেশনের সময় কী কী মাথায় রাখবেন ?
প্রতি বছর দু'বার করে আয়োজিত হয় নেট। একবার হয় জুন মাসে, আরেকবার ডিসেম্বর মাসে। কলেজে অধ্যাপক নিয়োগ এবং গবেষণায় যোগদানের নির্ণায়ক পরীক্ষা এটি। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা আয়োজন করে থাকে। এবারে ১৬ জুন হওয়ার কথা ছিল এই নেট পরীক্ষা। কিছুদিন আগে এই তারিখ বদলে দেওয়া হয়। ছবি- পিটিআই
ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার পরীক্ষার্থীদের অনুরোধে এই তারিখ বদলে ১৬ জুনের বদলে নেটের তারিখ স্থির করেছেন ১৮ জুন। ছবি- পিটিআই
এখনও রেজিস্ট্রেশন চলছে নেটের। প্রক্রিয়া চলবে আগামী ১০ মে পর্যন্ত। এর মধ্যেই করে নিতে হবে রেজিস্ট্রেশন। ছবি- ফ্রিপিক
তবে রেজিস্ট্রেশনের সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে পরীক্ষার্থীদের। শেষ মুহূর্তে কিছু ভুল যাতে না হয় তা খেয়াল রাখতে হবে। ছবি- পিটিআই
সবার আগে পরীক্ষার ইনফরমেশন বুলেটিন ভাল করে পড়ে নিতে হবে। তারপর রেজিস্ট্রেশন করা শুরু করতে হবে। ছবি- পিটিআই
যথাযথ নথি আপলোড করতে হবে। এক্ষেত্রে ছবির সাইজ বা স্বাক্ষরের সাইজ ঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে। ছবি- পিটিআই
নামের বানান, জন্মতারিখ, বাবা-মায়ের নাম, প্রাপ্ত নম্বরের উল্লেখ করতে যেন কোথাও ভুল না হয়ে যায় তা মাথায় রাখা বাঞ্ছনীয়। ছবি- ফ্রিপিক
ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর যেন সক্রিয় থাকে পরীক্ষার্থীর। মোবাইল নম্বরে ওটিপি আসবে, ফলে এ বিষয়ে খেয়াল রাখা জরুরি। ছবি- ফ্রিপিক
এই বছর জুনের ইউজিসি নেট হবে সম্পূর্ণভাবে ওএমআর শিটের ভিত্তিতে। সিবিটি মোডে পরীক্ষা আর হচ্ছে না। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -