Pandit Ishwar Chandra Vidyasagar: বাঙালির বর্ণপরিচয় তাঁর হাত ধরে, শিখিয়ে গিয়েছেন জীবনদর্শনও, জন্মদিনে বিদ্যাসাগরের কিছু উক্তি...
কারও কাছে তিনি শিক্ষাবিদ, কারও কাছে সমাদ সংস্কারক, কারও কাছে আবার বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। বাঙালির বর্ণপরিচয়ের সিংহদরজাও তাঁর হাতেই নির্মিত। ২৬ সেপ্টেম্বর জন্মবার্ষিকীতে ফিরে দেখা তাঁর কিছু উক্তি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'নিকৃষ্টের কর্তব্য আপন অপেক্ষা প্রধান ব্যক্তিদের সমাদর, মর্যাদা করা। কিন্তু কাহারও নিকট নিতান্ত নম্র অথবা চাটুকার হওয়া অনুচিত।'
'বিদ্যা হল সবচেয়ে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের উপকার করে না, বরং প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে গোটা সমাজের কল্যাণসাধন করে।'
'যাহার যে অবস্থা, সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে, তাহা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না।'
'যে ব্যক্তি শ্রমবিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে, তাহার চিরকাল দুঃখ ও অভাব থাকে।'
'নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ ও দেশের স্বার্থ দেখা উচিত। সেটাই হল প্রকৃত বিবেক ধর্ম।'
'অলৌকিক কোনও শক্তির দ্বারা বা অদৃষ্টের দ্বারা মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয় না। আর্থিক ও সামাজিক বিপর্যয়ের মধ্যে পড়লেও, সংগ্রাম, প্রয়াস ও শিক্ষার মধ্য দিয়ে মানুষ বড় হতে পারে। বড় চরিত্র কঠোর সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠে।'
'নারী জাতি এখনও দ্বিতীয় শ্রেণির মানুষ হিসেবে বিবেচিত। এমন হলে সমাজের সার্বিক উন্নতি কখনও সম্ভব নয়।'
'আমাদের সমাজ কুসংস্কারে পরিপূর্ণ। কুসংস্কার মুক্ত সমাজ গঠনের জন্য সকল বুদ্ধিজীবীর কায়িক এবং মানসিক পরিশ্রম করা উচিত।'
'দরিদ্র মানুষকে অভুক্ত রেখে মাটির প্রতিমাকে ষোড়শোপচারে পূজা করাকে আমি যথার্থ মনে করি না।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -