Pandit Ishwar Chandra Vidyasagar: বাঙালির বর্ণপরিচয় তাঁর হাত ধরে, শিখিয়ে গিয়েছেন জীবনদর্শনও, জন্মদিনে বিদ্যাসাগরের কিছু উক্তি...
Vidyasagar Birth Anniversary: জন্মবার্ষিকীতে স্মরণে মহাপুরুষের কিছু উক্তি। —ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/10
কারও কাছে তিনি শিক্ষাবিদ, কারও কাছে সমাদ সংস্কারক, কারও কাছে আবার বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। বাঙালির বর্ণপরিচয়ের সিংহদরজাও তাঁর হাতেই নির্মিত। ২৬ সেপ্টেম্বর জন্মবার্ষিকীতে ফিরে দেখা তাঁর কিছু উক্তি।
2/10
'নিকৃষ্টের কর্তব্য আপন অপেক্ষা প্রধান ব্যক্তিদের সমাদর, মর্যাদা করা। কিন্তু কাহারও নিকট নিতান্ত নম্র অথবা চাটুকার হওয়া অনুচিত।'
3/10
'বিদ্যা হল সবচেয়ে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের উপকার করে না, বরং প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে গোটা সমাজের কল্যাণসাধন করে।'
4/10
'যাহার যে অবস্থা, সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে, তাহা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না।'
5/10
'যে ব্যক্তি শ্রমবিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে, তাহার চিরকাল দুঃখ ও অভাব থাকে।'
6/10
'নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ ও দেশের স্বার্থ দেখা উচিত। সেটাই হল প্রকৃত বিবেক ধর্ম।'
7/10
'অলৌকিক কোনও শক্তির দ্বারা বা অদৃষ্টের দ্বারা মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয় না। আর্থিক ও সামাজিক বিপর্যয়ের মধ্যে পড়লেও, সংগ্রাম, প্রয়াস ও শিক্ষার মধ্য দিয়ে মানুষ বড় হতে পারে। বড় চরিত্র কঠোর সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠে।'
8/10
'নারী জাতি এখনও দ্বিতীয় শ্রেণির মানুষ হিসেবে বিবেচিত। এমন হলে সমাজের সার্বিক উন্নতি কখনও সম্ভব নয়।'
9/10
'আমাদের সমাজ কুসংস্কারে পরিপূর্ণ। কুসংস্কার মুক্ত সমাজ গঠনের জন্য সকল বুদ্ধিজীবীর কায়িক এবং মানসিক পরিশ্রম করা উচিত।'
10/10
'দরিদ্র মানুষকে অভুক্ত রেখে মাটির প্রতিমাকে ষোড়শোপচারে পূজা করাকে আমি যথার্থ মনে করি না।'
Published at : 26 Sep 2024 04:28 PM (IST)