Success Story: ইটভাটায় কাজ করতেন বাবা, রান্নার কাজ করতেন মা- আইপিএস হয়ে তাঁদের কষ্টের দাম দিয়েছেন সাফিন
মাত্র ২২ বছরেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির গড়েছেন সাফিন হাসান। দারিদ্র্য, অভাব পেরিয়েও সাফল্য ছিনিয়ে এনেছেন সাফিন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯৫ সালে গুজরাতের কানোদর গ্রামে জন্ম হয় সাফিনের। ছোটবেলা থেকেই পরিবারের আর্থিক সামর্থ্য ছিল না তেমন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
একাদশ-দ্বাদশ শ্রেণির বেতন স্কুলের পক্ষ থেকে মকুব করেও দেওয়া হয়েছিল সাফিনের। দ্বাদশের পরে তিনি ভর্তি হন ইঞ্জিনিয়ারিং কলেজে। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
তখনও অনেক টাকার প্রয়োজন। আর সেই সময় আত্মীয়-স্বজনেরা তাঁর কলেজের বেতন দিয়েছেন। আর কলেজে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেই ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন সাফিন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
সাফিনের বাবা আগে একটা ডায়মন্ড ইউনিটে কাজ করলেও পরে চাকরি চলে যাওয়ায় কাজ শুরু করেন ইটভাটায়। আর মা করতেন বাড়ি বাড়ি গিয়ে রান্নার কাজ। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
কিন্তু এতেও চলত না সংসার। কিছু অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য সাফিনের বাবা-মা কাজ থেকে ফিরে একটি দোকানে সেদ্ধ ডিম বিক্রি করতেন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
সাফিন পরে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে স্কুল পরিদর্শনে আসা এক জেলাশাসককে দেখেই আইপিএস হওয়ার প্রেরণা পেয়েছেন সাফিন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
এত অভাবের মধ্যেও লক্ষ্যে স্থির থেকে পড়াশোনা চালিয়ে গিয়েছেন সাফিন। ২০১৭ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। আর পরীক্ষার দিনেই একটা গুরুতর দুর্ঘটনা ঘটে যায়। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
আহত হয়েও পরীক্ষা দিয়ে আসেন সাফিন। পরীক্ষা শেষে বেরোনর পর তাঁর চিকিৎসা হয়। অস্ত্রোপচারও করতে হয়েছিল। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
সেবারে পাশ করতে না পারলেও ২০১৮ সালে সাফিন আরেকবার পরীক্ষায় বসেন এবং ইউপিএসসি উত্তীর্ণ হয়ে ৫৭০ র্যাঙ্ক অর্জন করেন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -