Railway Recruitment: রেলে ফের ৪২০০ পদে নিয়োগ, কোন কোন বিভাগে ? আবেদন করেছেন ?

South Central Railway Recruitment: ৪২৩২ শূন্যপদে করতে পারবেন আবেদন। দক্ষিণ মধ্য রেলে হবে এই নিয়োগ। শিক্ষানবিশ হিসেবেই হবে নিয়োগ। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত তথ্য জানানো হয়েছে।

আবারও রেলে চাকরির সুযোগ

1/9
দশম শ্রেণি পাশ করেছেন ? আইটিআই সার্টিফিকেট আছে ? তাহলে রেলের এই চাকরির জন্য আপনিও আবেদন করতে পারেন।
2/9
৪২৩২টি শূন্যপদে করতে পারবেন আবেদন। দক্ষিণ মধ্য রেলে হবে এই নিয়োগ। মূলত শিক্ষানবিশ হিসেবেই হবে নিয়োগ।
3/9
রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের সমস্ত তথ্য জানানো হয়েছে বিস্তারিতভাবে।
4/9
ইলেক্ট্রিশিয়ান পদে ১০৫৩ জন, ফিটার পদে ১৭৪২ জন, এসি মেকানিক পদে ১৪৩ জন, ওয়েল্ডার পদে ৭১৩ জন, ডিজেল মেকানিক ১৪২ জন এবং পেন্টার হিসেবে ৭৪ জন কর্মী নিয়োগ করা হবে।
5/9
দশম শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে প্রার্থীকে, থাকতে হবে আইটিআইয়ের ডিপ্লোমার সার্টিফিকেট।
6/9
অসংরক্ষিত প্রার্থীদের জন্য রেলের এই চাকরির ক্ষেত্রে আবেদনের ফি রয়েছে ১০০ টাকা এবং বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনো টাকা লাগবে না।
7/9
scr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করতে হবে আপনাকে। মূলত অ্যাপ্রেন্টিসশিপ ফর্ম পূরণ করতে হবে।
8/9
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে।
9/9
তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Sponsored Links by Taboola