Success Story: স্কুলে সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ, তবুও অদম্য জেদে সফল IAS; ইন্দ্র বিক্রম সিংয়ের সাফল্য অনুপ্রাণিত করবে

দ্বাদশ শ্রেণিতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন, আত্মীয়রা কম নম্বর পাওয়ার কারণে তাঁকে বিদ্রুপও করেছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
উত্তরপ্রদেশ বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার পরও পড়াশোনা থেকে হাল ছেড়ে দেননি, সফল আইএএস হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি।

১৯৬৯ সালের ১৫ জুন উত্তরপ্রদেশের বালিয়া জেলায় জন্মগ্রহণ করেন ইন্দ্র বিক্রম সিং। ১৯৯৪ সালে ইউপিপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।
এরপরেই তিনি ইউপি সিভিল সার্ভিসে যোগ দেন। ২০১০ সাল থেকে পিসিএস থেকে আইএএসে পদোন্নতি হয় তার।
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত আগ্রার পৌর কমিশনার ছিলেন তিনি। ২০১৭ সালে শামলি জেলার জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব সামলান তিনি।
২০২২ সালে তাঁকে আলিগড়ে স্থানান্তর করে দেওয়া হয়। এরপরে তিনি গাজিয়াবাদের ডিএম পদে উন্নীত করেন।
২০০০ সালে আলিগড়ের কোল, আত্রৌলি এবং ইগ্লাস তহসিলের এসডিএম ছিলেন ইন্দ্র বিক্রম সিং। ২০০৮ সালে আলিগড়ে এডিএম পদে নিযুক্ত হন তিনি।
২০১০ সালে ইন্দ্র বিক্রম সিং পিসিএস থেকে আইএএস হিসেবে প্রশাসনিক পদোন্নতি পান এবং এভাবেই তার আইএএস কর্মজীবন শুরু হয়।
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল তাঁকে ঘিরে যেখানে দেখা যায়, এক অক্ষম পঙ্গু ব্যক্তিকে তিনি চিকিৎসার জন্য ১৩ হাজার টাকার চেক দেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -