Success Story: খুন হয়েছিলেন বাবা, কঠিন সময়েও UPSC-র প্রস্তুতি শুরু- শিহরণ জাগাবে IPS বজরংয়ের কাহিনি
উত্তরপ্রদেশের বস্তি জেলার এক অখ্যাত গ্রাম গুড্ডি। সেখানকারই এক সামান্য চাষির ছেলে বজরং প্রসাদ। মাত্র ২৩ বছরেই সফল IPS হন তিনি। ছবি- বজরং যাদবের ফেসবুক থেকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহঠাৎ করেই একদিন খুন হয়ে যান তাঁর বাবা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। কিন্তু তাতে দমে যাননি বজরং। ছবি- বজরং যাদবের ফেসবুক থেকে
UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বজরংয়ের পথ খুব একটা সুগম ছিল না। ২০২০ সালে হঠাৎ করেই খুন হয়ে যান তাঁর বাবা। কারণ আজও অজানা। ছবি- বজরং যাদবের ফেসবুক থেকে
বাবার খুনের ঘটনা গভীর ছাপ ফেলেছিল বজরংয়ের মনে। কিন্তু, এই গভীর শোক বজরংয়ের থেকে তার স্বপ্ন ছিনিয়ে নিতে পারেনি। ছবি- বজরং যাদবের ফেসবুক থেকে
বাবা মারা যাওয়ার পরেই দৃঢ় সিদ্ধান্ত নেন বজরং, তাঁকে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, একজন সফল আইপিএস অফিসার হতেই হবে। ছবি- বজরং যাদবের ফেসবুক থেকে
তাঁর পরিবারে চার ভাই, এক বোন। মা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আর তাঁর বোন সদ্য যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে। ছবি- বজরং যাদবের এক্স হ্যান্ডল থেকে
উত্তরপ্রদেশের বস্তি জেলাতেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন বজরং প্রসাদ। তারপর মাধ্যমিক পরীক্ষা দেন কালওয়ারির লিটল ফ্লাওয়ার স্কুল থেকে। বস্তির উর্মিলা এডুকেশনাল অ্যাকাডেমি থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হন বজরং প্রসাদ। ছবি- বজরং যাদবের এক্স হ্যান্ডল থেকে
২০১৯ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি পাশ করেন। শুরু হয় UPSC-র জন্য প্রস্তুতি। ছবি- বজরং যাদবের এক্স হ্যান্ডল থেকে
২০২২ সালে ইউপিএসসি পরীক্ষায় ৪৫৪তম স্থান অধিকার করেন তিনি। আর তার ফলেই মাত্র ২৩ বছরে ইউপিএসসি উত্তীর্ণ হয়ে তিনিই হয়ে ওঠেন দেশের সর্বকনিষ্ঠ আইপিএস। ছবি- বজরং যাদবের এক্স হ্যান্ডল থেকে
সমাজের দরিদ্র শ্রেণির মানুষের সাহায্যের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য একজন ক্ষমতাশালী আইপিএস হতে চেয়েছিলেন বজরং প্রসাদ। বাবার মৃত্যুর ঘটনাকে মনে রেখে তাঁর এই স্বপ্নের পিছনে ছুটে গিয়েছিলেন তিনি। ছবি- বজরং যাদবের এক্স হ্যান্ডল থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -