Success Story: ৫ বারের চেষ্টায় UPSC জয়, কেবিসির মঞ্চেও কোটি টাকা জিতেছেন এই IPS
বারবার এসেছে ব্যর্থতা, তবু হাল ছেড়ে দেননি তিনি। অদম্য জেদে মাটি কামড়ে পড়েছিলেন নিজের প্রস্তুতি আর মেধার উপর বিশ্বাস রেখে। ছবি- ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরপর ৫ বার পরীক্ষা দিয়েও ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু শেষবারের চেষ্টাতেই এস অভাবিত সাফল্য। ছবি- ইনস্টাগ্রাম
এই কাহিনি হিমাচলপ্রদেশের মেয়ে মোহিতা শর্মার। কঠোর পরিশ্রম আর লক্ষ্যে স্থির থাকলেই যে সাফল্য লাভ সম্ভব তা বুঝিয়ে দিয়েছেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
হিমাচলপ্রদেশের কাংরা জেলায় জন্ম হয় মোহিতার। তাঁর বাবা দিল্লিতে মারুতি সংস্থায় কাজ করতেন। মা ছিলেন গৃহকর্ত্রী। ছবি- ইনস্টাগ্রাম
দ্বারকার ডিপিএস স্কুল থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন মোহিতা শর্মা। পরে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনে বি-টেক পাশও করেছেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
স্নাতক উত্তীর্ণ হওয়ার পর থেকেই ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। কিন্তু প্রথম ৪ বার পরীক্ষা দিলেও সাফল্য আসেনি। ছবি- ইনস্টাগ্রাম
হাল ছেড়ে দেননি মোহিতা। শেষবারের পরীক্ষাতেই এল বহুকাঙ্ক্ষিত সাফল্য। ২৬২ র্যাঙ্ক অর্জন করেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
এভাবেই সফল আইপিএস হয়ে ওঠেন হিমাচলের মোহিতা শর্মা। তাঁর এই সাফল্য বহু মেয়ের কাছে অনুপ্রেরণার উৎস। ছবি- ইনস্টাগ্রাম
আইপিএস হওয়ার পরে টেলিভিশন শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চেও এসেছিলেন তিনি, জিতেছিলেন ১ কোটি টাকা। ছবি- ইনস্টাগ্রাম
শোয়ের হোস্ট অমিতাভ বচ্চন স্বয়ং তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। মোহিতা শর্মার এই সাফল্য বুঝিয়ে দেয় কঠোর শ্রমেই জয়ী হওয়া যায়। ছবি- ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -