IRS Success Story: সপ্তাহান্তে কয়েক ঘণ্টা পড়েই UPSC জয় দেবযানীর, তাঁর সাফল্যের মূলমন্ত্র কী ?
কেউ কেউ দিনে ১০-১২ ঘণ্টা পড়েন, আবার কেউ পড়েন ২-৩ ঘণ্টা। প্রত্যেকের পরিশ্রমের কাহিনি আলাদা আলাদা। কিন্তু প্রতিদিন নয়, সপ্তাহান্তে কয়েক ঘণ্টা পড়েই কীভাবে সফল IRS হলেন দেবযানী সিং ? ছবি- দেবযানী সিংয়ের ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহরিয়ানায় বড় হয়ে উঠেছেন দেবযানী সিং। ছোটবেলা থেকেই বিভিন্ন বিষয়ে ব্যতিক্রমী ছিলেন তিনি। ছবি- দেবযানী সিংয়ের ইনস্টাগ্রাম
চণ্ডীগড়ের একটি স্কুল থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন দেবযানী। ছবি- দেবযানী সিংয়ের ইনস্টাগ্রাম
২০১৪ সালে গোয়ার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হন দেবযানী। ছবি- দেবযানী সিংয়ের ইনস্টাগ্রাম
তারপর থেকেই শুরু হয় UPSC পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি। তবে বাধাও ছিল প্রচুর। একবারেই UPSC জয় করেননি দেবযানী। ছবি- দেবযানী সিংয়ের ইনস্টাগ্রাম
২০১৫ সালে প্রথমবার UPSC পরীক্ষায় বসেন তিনি। কিন্তু সেবার ব্যর্থ হন। তারপর ২০১৬ এবং ২০১৭ সালেও একইভাবে পরীক্ষা দেন তিনি। ছবি- দেবযানী সিংয়ের ইনস্টাগ্রাম
তাঁর বাবা বিনয় সিংও একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। ফলে ছোটবেলা থেকেই বাবার মতই হতে চাইতেন তিনি। UPSC পরীক্ষার জন্য দেবযানীর অনুপ্রেরণা ছিলেন তাঁর বাবাই। ছবি- দেবযানী সিংয়ের ইনস্টাগ্রাম
২০১৮ সালের পরীক্ষায় পাশ করে সারা দেশের মধ্যে ২২২ র্যাঙ্ক করেন দেবযানী সিং। কেন্দ্রের অডিট বিভাগে তাঁর চাকরি হয়। ছবি- দেবযানী সিংয়ের ইনস্টাগ্রাম
কিন্তু দেবযানী চাইছিলেন আরও কিছু। আর তাই চাকরি সামলে সপ্তাহে মাত্র দুদিন পড়াশোনা শুরু করেন তিনি। ছবি- দেবযানী সিংয়ের ইনস্টাগ্রাম
ফের একবার পরীক্ষায় বসেন তিনি। আর ২০১৯ সালে সেই পরীক্ষায় সারা দেশের মধ্যে ১১ র্যাঙ্ক অর্জন করে সফল IRS হন দেবযানী সিং। ছবি- দেবযানী সিংয়ের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -