UPSC Success Story: টাকার অভাব বাধা হয়নি পড়াশোনায়! দ্বিতীয় চেষ্টাতেই UPSC-পাশ দিনমজুরের সন্তানের

UPSC Preparation Tips: বাবার যজমানি এবং মায়ের দিনমজুরিতে টেনেটুনে চলত সংসার। ভাল দিনের মুখ দেখার চেষ্টায় আঁকড়ে ধরেছিলেন পড়াশোনা। অবশেষে সাফল্য হেমন্তের

নিজস্ব চিত্র

1/10
পড়াশোনার সময় প্রতি পদে নানা সমস্য়ার মুখে পড়তে হয়েছে। এক একটি ধাপ পরিশ্রম করে পেরিয়েছেন হেমন্ত।
2/10
গোড়া থেকেই তাঁর স্বপ্ন ছিল UPSC-তে সফল হওয়ার। সেভাবেই চলেছে প্রস্তুতি। নানাভাবে নানা চেষ্টায় জোগাড় হয়েছিল পড়াশোনার জন্য প্রয়োজনীয় জিনিস।
3/10
স্কুল পেরিয়ে কলেজে এসে ইংরেজি নিয়ে সমস্য়ায় পড়তে হয়েছিল হেমন্তকে। কিন্তু UPSC-এর প্রস্তুতির জন্য় নিজের চেষ্টায় সেই ইংরেজিও শিখেছেন তিনি।
4/10
পরিবারে টানাটানি ছিল। কোচিং নেওয়ার বা বাইরে থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ এবং সামর্থ্য কোনওটাই তাঁর ছিল না। কিন্তু সেই বাধাও অতিক্রম করেছেন হেমন্ত
5/10
বাবা পুরোহিত এবং মা মনরেগা প্রকল্পে দিনমজুরির কাজ করতেন। সেই আয়েই চলত যাবতীয় খরচ। বাবা-মায়ের পরিশ্রম কমানোর জন্যই সফল হওয়ার ইচ্ছে ছিল হেমন্তের
6/10
সেই কারণেই UPSC-ই ছিল লক্ষ্য়। সেইভাবেই নিজেকে প্রস্তুত করেছেন হেমন্ত। প্রথম চেষ্টায় মেন পরীক্ষায় হয়নি।
7/10
কিন্তু তারপরের বারেই সফল। দ্বিতীয় বারেও ভালরকম প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছিলেন তিনি। ২০২৩ -এর মেলে সাফল্য়।
8/10
দ্বিতীয়বারের চেষ্টায় UPSC-তে সর্বভারতীয় স্তরে হেমন্তের ব়্যাঙ্ক হয় ৮৮৪। অবশেষে স্বপ্ন সফল হয় তাঁর।
9/10
২০২৩ সালের মে মাসে UPSC-এর পরীক্ষা হয়েছিল। তারপরে সেপ্টেম্বরে হয়েছে মেনস পেপার। একেবারে ডিসেম্বরে বেরিয়েছে ফল।
10/10
UPSC-এর স্বপ্ন দেখেন অনেকে। অনেকেই মনে করেন এই পরীক্ষায় সফল হওয়ার জন্য আর্থিকভাবে প্রতিষ্ঠিত পরিবারের সদস্য হলে সুবিধা হয়। হেমন্তের সাফল্যের কাহিনি আশা জোগাবে স্বপ্ন দেখা অনেককেই। ছবি: Instagram
Sponsored Links by Taboola