UPSC Success Story: টাকার অভাব বাধা হয়নি পড়াশোনায়! দ্বিতীয় চেষ্টাতেই UPSC-পাশ দিনমজুরের সন্তানের
পড়াশোনার সময় প্রতি পদে নানা সমস্য়ার মুখে পড়তে হয়েছে। এক একটি ধাপ পরিশ্রম করে পেরিয়েছেন হেমন্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোড়া থেকেই তাঁর স্বপ্ন ছিল UPSC-তে সফল হওয়ার। সেভাবেই চলেছে প্রস্তুতি। নানাভাবে নানা চেষ্টায় জোগাড় হয়েছিল পড়াশোনার জন্য প্রয়োজনীয় জিনিস।
স্কুল পেরিয়ে কলেজে এসে ইংরেজি নিয়ে সমস্য়ায় পড়তে হয়েছিল হেমন্তকে। কিন্তু UPSC-এর প্রস্তুতির জন্য় নিজের চেষ্টায় সেই ইংরেজিও শিখেছেন তিনি।
পরিবারে টানাটানি ছিল। কোচিং নেওয়ার বা বাইরে থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ এবং সামর্থ্য কোনওটাই তাঁর ছিল না। কিন্তু সেই বাধাও অতিক্রম করেছেন হেমন্ত
বাবা পুরোহিত এবং মা মনরেগা প্রকল্পে দিনমজুরির কাজ করতেন। সেই আয়েই চলত যাবতীয় খরচ। বাবা-মায়ের পরিশ্রম কমানোর জন্যই সফল হওয়ার ইচ্ছে ছিল হেমন্তের
সেই কারণেই UPSC-ই ছিল লক্ষ্য়। সেইভাবেই নিজেকে প্রস্তুত করেছেন হেমন্ত। প্রথম চেষ্টায় মেন পরীক্ষায় হয়নি।
কিন্তু তারপরের বারেই সফল। দ্বিতীয় বারেও ভালরকম প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছিলেন তিনি। ২০২৩ -এর মেলে সাফল্য়।
দ্বিতীয়বারের চেষ্টায় UPSC-তে সর্বভারতীয় স্তরে হেমন্তের ব়্যাঙ্ক হয় ৮৮৪। অবশেষে স্বপ্ন সফল হয় তাঁর।
২০২৩ সালের মে মাসে UPSC-এর পরীক্ষা হয়েছিল। তারপরে সেপ্টেম্বরে হয়েছে মেনস পেপার। একেবারে ডিসেম্বরে বেরিয়েছে ফল।
UPSC-এর স্বপ্ন দেখেন অনেকে। অনেকেই মনে করেন এই পরীক্ষায় সফল হওয়ার জন্য আর্থিকভাবে প্রতিষ্ঠিত পরিবারের সদস্য হলে সুবিধা হয়। হেমন্তের সাফল্যের কাহিনি আশা জোগাবে স্বপ্ন দেখা অনেককেই। ছবি: Instagram
- - - - - - - - - Advertisement - - - - - - - - -