Success Story: বিয়ের পরেও অদম্য জেদে স্বপ্নপূরণ, সফল IPS হয়ে নজির গড়েছেন তনুশ্রী; কীভাবে এল সাফল্য ?

IPS Tanushree: ২০১৫ সালেই বিয়ে হয়ে যায় তনুশ্রীর, কিন্তু তাতে বাধ মানেনি তার স্বপ্ন। পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি ইউপিএসসি উত্তীর্ণ হন তিনি।

Continues below advertisement

আইপিএস তনুশ্রীর সাফল্য অনুপ্রাণিত করবে

Continues below advertisement
1/10
বিয়ের পরেও স্বপ্নপূরণের জন্য সফল আইপিএস হন তনুশ্রী। তার কঠোর পরিশ্রম আর অদম্য জেদের কারণেই এসেছে কাঙ্ক্ষিত সাফল্য।
2/10
২০১৫ সালেই বিয়ে হয়ে যায় তনুশ্রীর, কিন্তু তাতে বাধ মানেনি তার স্বপ্ন। পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি ইউপিএসসি উত্তীর্ণ হন তিনি।
3/10
২০১৬ সালে এই পরীক্ষায় উত্তীর্ণ হন তনুশ্রী এবং ২০১৭ সালে সফল আইপিএস হিসেবে তার অভিষেক ঘটে।
4/10
তিনি এর মধ্যেই জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পদে কর্মরত ছিলেন। এখন তিনি কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সিতে নিযুক্ত রয়েছেন।
5/10
১৯৮৭ সালের ২২ এপ্রিল বিহারের মতিহারি জেলায় জন্ম হয় তনুশ্রীর। তার বাবা পেশায় সিআরপিএফের একজন ডিআইজি ছিলেন।
Continues below advertisement
6/10
বোকারোর দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেন তনুশ্রী।
7/10
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে মিরান্ডা কলেজ থেকে ইতিহাসে স্নাতক হন এবং তারপরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি।
8/10
প্রথমে ২০১৪ সালে সিআরপিএফে অ্যাসিস্টান্ট কমান্ড্যান্ট হিসেবে তার কর্মজীবন শুরু হয়, কিন্তু তার স্বপ্ন ছিল আইপিএস হওয়ার।
9/10
বড় বন মনুশ্রীর অনুপ্রেরণায় তিনি সফল আইপিএস হয়ে ওঠেন। সমাজমাধ্যমেও তিনি যথেষ্ট জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ১.৫ লক্ষেরও বেশি।
10/10
বহু মেয়ের কাছে তিনি এখন উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে আছেন। তার সমাজমাধ্যমে প্রায়ই উঠে আসে কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানা অধ্যায়ের ছবি।
Sponsored Links by Taboola