Success Story: দৃষ্টিহীনতাও বাধা হয়নি, মায়ের তৈরি করে দেওয়া নোটস পড়ে সফল IAS মনু গর্গ- কীভাবে পড়াশোনা করতেন ?

Manu Garg Success Story: ইউপিএসসিতে সারা ভারতের মধ্যে সিভিল সার্ভিসে ৯১তম স্থান অর্জন করে নেন মনু গর্গ। মাত্র ২৩ বছরেই নজির গড়েন তিনি।

দুটি চোখেই দেখতে পান না মনু, তবু অদম্য জেদে আজ সাফল্যের শীর্ষে

1/9
গত বছর ২০২৪ সালের ২২ এপ্রিল ফলপ্রকাশ হয় ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার আর সেই পরীক্ষায় উত্তীর্ণ ১০০৯ জন প্রার্থীর মধ্যে জায়গা করে নেন এই তরুণ।
2/9
ইউপিএসসিতে সারা ভারতের মধ্যে সিভিল সার্ভিসে ৯১তম স্থান অর্জন করে নেন মনু গর্গ। মাত্র ২৩ বছরেই নজির গড়েন তিনি।
3/9
মনু গর্গ। জয়পুরের শাস্ত্রীনগর এলাকার বাসিন্দা তিনি। অষ্টম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকে।
4/9
মাত্র কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যান তিনি। মনে হয় গোটা পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে গেল। কিন্তু তাঁর মা বন্দনা সবসময় ছিলেন মনুর পাশে।
5/9
আইএএস হওয়ার স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন তাঁর মা-ই। দিয়েছিলেন মনোবল আর জীবনে কঠিন লড়াই জেতার অনুপ্রেরণা।
6/9
মনুর দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরে তাঁর মা বন্দনা তাঁর সমস্ত নোটস তৈরি করে দিতেন আর তাঁর পাশে বসে সেই নোটস মুখস্থ করাতেন তিনি।
7/9
এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছে তাঁর পরিবার যেখানে মনু এবং তাঁর পরিবারের মানুষকে গ্রাস করেছে হতাশা, গভীর বিষাদ। কিন্তু তারপরেও আইএএস হওয়ার স্বপ্ন থেকে একচুলও নড়েননি তিনি।
8/9
ছোটবেলা থেকেই মনু বড় হয়েছেন মামার বাড়িতে। তখন তাঁর পড়াশোনা করার নির্দিষ্ট কোনও বাঁধা সময় ছিল না। তিনি জানান যে কোনও সাফল্যের জন্য একটি লক্ষ্যমাত্রা ধরে এগিয়ে যেতে হবে এবং নিজের সবটা উজাড় করে দিতে হবে।
9/9
তাঁর কথায়, ফলাফলের জন্য চিন্তা করে লাভ হবে না আগে থেকেই। লক্ষ্যকে মাথায় রেখে সততার সঙ্গে যদি কেউ তাঁর কাজ করে যায়, সাফল্য এসে ঠিক একদিন পায়ে চুমু খাবে।
Sponsored Links by Taboola