Motivational Quotes: সকলকে খুশি করতে যাবেন না, জীবন বদলে দেবে সুধা মূর্তির উপদেশ

Sudha Murty Quotes: তাঁর কথায়, জীবন হল এমন একটি পরীক্ষা যেখানে কোনও সিলেবাস নেই, কোনও প্রশ্নপত্রও নেই। এমনকী কোনও আগের বছরের সাজেশনও মিলবে না।

ছবি- PTI

1/10
ইনফোসিস সংস্থার প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি প্রায়শই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কিছু উপদেশ দিয়ে থাকেন। তাঁর এই কথাগুলি নানাভাবে দিশা দেখায়। ছবি- পিটিআই
2/10
মানুষের প্রেম, ভালবাসা এবং সম্পর্কের নানা দিক নিয়েও কথা বলেন সুধা মূর্তি। একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিশা দেখাবে সুধা মূর্তির এই কথাগুলি। জীবনে নিজেকে আনন্দেও রাখতে পারবেন। ছবি- পিটিআই
3/10
সুধা মুর্তি বলেন, দাম্পত্যের ক্ষেত্রে স্ত্রী হিসেবে আগের থেকে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমার এই অনুরাগ স্বীকার করেছেন নারায়ণ মূর্তি। এই পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ককে মজবুত করে। ছবি- পিটিআই
4/10
আপনার সঙ্গীকে স্বাধীনতা দিতে হবে আপনাকে এবং তাঁর যে ভালবাসার জায়গা তাঁর যে প্যাশনের জায়গা তাঁকে সম্মান করতে হবে দাম্পত্যে। ছবি- পিটিআই
5/10
একটি সম্পর্ক টিকে থাকে ভালবাসার উপর। এই ভালবাসা আসলে একে অপরকে প্রশংসা করা এবং দুজনের মধ্যেকার পার্থক্যকে সম্মান করার মধ্যেই নিহিত। ছবি- পিটিআই
6/10
তাঁর কথায়, জীবন হল এমন একটি পরীক্ষা যেখানে কোনও সিলেবাস নেই, কোনও প্রশ্নপত্রও নেই। এমনকী কোনও আগের বছরের সাজেশনও মিলবে না। ছবি- পিটিআই
7/10
যদি তুমি সকলকে খুশি রাখতে চাও, তাহলে কাউকেই খুশি করতে পারবে না। জীবনে অন্যদের খুশির জন্য বেঁচে থাকা এক কথায় অসম্ভব। ছবি- পিটিআই
8/10
মজার ছলেই সুধা মূর্তি বলেন, 'বিপরীত মেরুই পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। তাই সম্পর্কে দুজনের মধ্যে বৈপরীত্য থাকা ভাল। তবে কেউই কাউকে নিয়ন্ত্রণ করতে যাবেন না।' ছবি- পিটিআই
9/10
জীবনে কখনও অন্যদের সঙ্গে নিজের তুলনা করতে যাবেন না, কারণ প্রতিটি মানুষ আলাদা। তাঁদের প্রত্যেকের নিজস্ব প্রতিভা ও দক্ষতা আছে, এমনই মনে করেন সুধা মূর্তি। ছবি- পিটিআই
10/10
নিজের জীবন, নিজের কাজ নিয়ে বেশি চিন্তা করা দরকার, বেশি মনোনিবেশ করা দরকার। অন্যে কে কী করছে তা নিয়ে বেশি ভাবিত হয়ে লাভ নেই বলেই মত তাঁর। ছবি- পিটিআই
Sponsored Links by Taboola