Motivational Quotes: সকলকে খুশি করতে যাবেন না, জীবন বদলে দেবে সুধা মূর্তির উপদেশ
ইনফোসিস সংস্থার প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি প্রায়শই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কিছু উপদেশ দিয়ে থাকেন। তাঁর এই কথাগুলি নানাভাবে দিশা দেখায়। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমানুষের প্রেম, ভালবাসা এবং সম্পর্কের নানা দিক নিয়েও কথা বলেন সুধা মূর্তি। একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিশা দেখাবে সুধা মূর্তির এই কথাগুলি। জীবনে নিজেকে আনন্দেও রাখতে পারবেন। ছবি- পিটিআই
সুধা মুর্তি বলেন, দাম্পত্যের ক্ষেত্রে স্ত্রী হিসেবে আগের থেকে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমার এই অনুরাগ স্বীকার করেছেন নারায়ণ মূর্তি। এই পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ককে মজবুত করে। ছবি- পিটিআই
আপনার সঙ্গীকে স্বাধীনতা দিতে হবে আপনাকে এবং তাঁর যে ভালবাসার জায়গা তাঁর যে প্যাশনের জায়গা তাঁকে সম্মান করতে হবে দাম্পত্যে। ছবি- পিটিআই
একটি সম্পর্ক টিকে থাকে ভালবাসার উপর। এই ভালবাসা আসলে একে অপরকে প্রশংসা করা এবং দুজনের মধ্যেকার পার্থক্যকে সম্মান করার মধ্যেই নিহিত। ছবি- পিটিআই
তাঁর কথায়, জীবন হল এমন একটি পরীক্ষা যেখানে কোনও সিলেবাস নেই, কোনও প্রশ্নপত্রও নেই। এমনকী কোনও আগের বছরের সাজেশনও মিলবে না। ছবি- পিটিআই
যদি তুমি সকলকে খুশি রাখতে চাও, তাহলে কাউকেই খুশি করতে পারবে না। জীবনে অন্যদের খুশির জন্য বেঁচে থাকা এক কথায় অসম্ভব। ছবি- পিটিআই
মজার ছলেই সুধা মূর্তি বলেন, 'বিপরীত মেরুই পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। তাই সম্পর্কে দুজনের মধ্যে বৈপরীত্য থাকা ভাল। তবে কেউই কাউকে নিয়ন্ত্রণ করতে যাবেন না।' ছবি- পিটিআই
জীবনে কখনও অন্যদের সঙ্গে নিজের তুলনা করতে যাবেন না, কারণ প্রতিটি মানুষ আলাদা। তাঁদের প্রত্যেকের নিজস্ব প্রতিভা ও দক্ষতা আছে, এমনই মনে করেন সুধা মূর্তি। ছবি- পিটিআই
নিজের জীবন, নিজের কাজ নিয়ে বেশি চিন্তা করা দরকার, বেশি মনোনিবেশ করা দরকার। অন্যে কে কী করছে তা নিয়ে বেশি ভাবিত হয়ে লাভ নেই বলেই মত তাঁর। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -