Teacher Recruitment: বিপুল পদে শিক্ষক নিয়োগ, এই রাজ্য দিচ্ছে সুযোগ- আবেদন করেছেন ?
OSSSC Recruitment: এবার পড়শি রাজ্য ওড়িশাতেও শুরু হল শিক্ষক নিয়োগ। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। ওড়িশা সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন দুটি বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ শুরু করেছে।
এই রাজ্যে বিপুল শিক্ষক নিয়োগের সুযোগ
1/9
পশ্চিমবঙ্গে বহুদিন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে। শিক্ষকতা করার স্বপ্ন নিয়ে অনেকেই প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু তারাও কোনো বিকল্প পাচ্ছেন না।
2/9
কিছুদিন আগে বিহারে শিক্ষক নিয়োগ হয়েছে অনেকগুলি পদে, এবার পড়শি রাজ্য ওড়িশাতেও শুরু হল শিক্ষক নিয়োগ।
3/9
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। ওড়িশা সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন দুটি বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ শুরু করেছে।
4/9
শারীরশিক্ষা এবং সংস্কৃত বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ শুরু হয়েছে ওড়িশায়। মূলত সরকারি স্কুলগুলির জন্যই এই নিয়োগ করা হবে।
5/9
তপশিলি উপজাতি এবং তপশিলি সম্প্রদায়ের জন্যই এই নিয়োগ করা হচ্ছে, জানিয়েছে ওড়িশা সরকার।
6/9
আগ্রহী আবেদনকারীরা আগামী ৩১ জানুয়ারির মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন সহজেই।
7/9
শারীরশিক্ষার শিক্ষক হিসেবে ১০৫ জন এবং সংস্কৃত বিষয়ের শিক্ষক হিসেবে ৭১ জন নিয়োগ করা হবে ওড়িশাতে।
8/9
OSSSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগের জন্য আবেদন করা যাবে সহজেই। আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
9/9
আগামী ২২ জানুয়ারির মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন এবং ৩১ জানুয়ারির মধ্যে আবেদনপত্র সম্পূর্ণরূপে জমা দিতে হবে।
Published at : 31 Dec 2024 02:26 PM (IST)