Teachers Day 2023: জন্মদিন পালনের আর্জিতে না, শিক্ষক দিবস পালনের পরামর্শ দেন খোদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
Teachers Day 2023: ছাত্ররা চেয়েছিলেন তাঁর জন্মদিন পালন করতে। কিন্তু তাতে একেবারেই না পসন্দ ছিল ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের। শিক্ষক দিবস পালনের পরামর্শ দিয়েছিলেন তিনি নিজেই। সেই শুরু
ছবি সৌজন্যে-পিটিআই
1/10
একজন প্রকৃত মানুষ তৈরির প্রথম দায়িত্ব থাকে তাঁদের উপর। তাঁরা শিক্ষক। তাঁরা সমাজ গড়ার কারিগর। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস।
2/10
জীবন গড়ার প্রাথমিক কাজ যাঁরা তাঁরা হলেন শিক্ষক। ছাত্র জীবন তো বটেই সারা জীবনে সাফল্যের প্রাথমিক বীজ বপন করে থাকেন তাঁরাই।
3/10
দেশের প্রথম উপরাষ্ট্রপতি তথা প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে এই শিক্ষক দিবস পালন করা হয়। ১৮৮৮ সালে জন্ম দার্শনিক ‘ভারতরত্ন’ সর্বপল্লী রাধাকৃষ্ণনের।
4/10
সারা বিশ্বে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে ৫ অক্টোবর। কিন্তু এদেশে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনেরও একটা ইতিহাস রয়েছে।
5/10
১৯৬২ সালে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন। সেই বছরই তাঁর ছাত্ররা ৫ সেপ্টেম্বর বিশেষ দিন হিসেবে পালনের আবেদন জানান।
6/10
তাতে রাজি হননি তৎকালীন রাষ্ট্রপতি। সমাজে শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনের পরামর্শ দেন।
7/10
রাধাকৃষ্ণন বলেছিলেন, ‘আমি খুব গর্ব অনুভব করব, যদি আমার জন্মদিনের পরিবর্তে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।’ সেই থেকেই ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন শুরু।
8/10
দেশের নানা প্রান্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি পালন করা হয়। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে আয়োজন করা হয় অনুষ্ঠানের।
9/10
সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, 'বই হল সেই মাধ্যম যার মাধ্যমে আমরা সংস্কৃতির মাঝে সেতু তৈরি করি।'
10/10
সমাজের শিক্ষকদের প্রতি বার্তায় দেশের প্রথম উপ রাষ্ট্রপতি বলেছিলেন, 'প্রকৃত শিক্ষক তাঁরাই যারা আমাদের নিজেদের জন্য চিন্তা করতে সাহায্য করে।'
Published at : 04 Sep 2023 08:31 PM (IST)