Praggnanandhaa On Modi: বাবা-মায়ের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী, কলকাতায় এসে জানালেন প্রজ্ঞাননন্দ

দাবা বিশ্বকাপের (Chess World Cup) ফাইনালে উঠে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে শেষে টাইব্রেকারে পরাস্ত হন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ভারতের বিস্ময় দাবাড়ু সেই আর প্রজ্ঞাননন্দ এখন কলকাতায়। টাটা স্টিল দাবায় অংশ নিতে এসেছেন।

কার্লসেনের বিরুদ্ধে অনলাইন দাবায় জিতেছেন প্রজ্ঞাননন্দ (Praggnanandhaa)। তবে মুখোমুখি সাক্ষাতে টাইব্রেকারে হারলেন।
দাবা বিশ্বকাপ থেকে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই অভিজ্ঞতা কেমন ছিল, জানিয়েছেন প্রজ্ঞাননন্দ।
বিস্ময় দাবাড়ু বলেছেন, 'খুব ভাল অভিজ্ঞতা। আমার প্রস্তুতি নিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছেন। বাবা-মায়ের কথা জানতে চেয়েছেন। কিছু পরামর্শও দিয়েছেন।'
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন? চেন্নাইয়ের দাবাড়ুর সোজাসাপ্টা জবাব, 'আমার সেই দক্ষতা রয়েছে। পরিশ্রম করছি সেই লক্ষ্যেই।'
প্রত্যাশার চাপ সামলান কীভাবে? 'আমি খুব একটা চাপ টের পাই না। হয়তো ভবিষ্যতে পাব। তবে চাপ নিয়ে ভাবি না। অন্যদের প্রত্যাশা নিয়ে ভাবতে চাই না। নিজের সেরাটা দিতে চাই সব ম্যাচে,' বলছিলেন প্রজ্ঞাননন্দ।
যোগ করলেন, 'ম্যাচের আগে প্রতিপক্ষের খেলা বিশ্লেষণ করে প্রস্তুতি নিই। মানসিকভাবে তরতাজা থাকতে চাই। দাবা খুব কঠিন খেলা। তাই মনের দিক থেকে ফুরফুরে থাকতে হয়। দাবা বিশ্বকাপে শেষের দিকে মানসিকভাবে দারুণ জায়গায় ছিলাম না।'
ভবিষ্যতের আনন্দ বলা হচ্ছে প্রজ্ঞাননন্দকে। আপনি নিজে কীভাবে দেখেন? লাজুক হেসে প্রজ্ঞাননন্দ বলছেন, 'অনেক রাস্তা পেরতে হবে। ভারতেও অনেক ভাল দাবাড়ু রয়েছে। অর্জুন, গুকেশ, নিহালরা ভাল খেলছে। আমার কাছে পরিশ্রম করে যাওয়াটাই আসল।'
যোগ করলেন, 'দাবার বাইরে আমি ক্রিকেট বেশ পছন্দ করি। সব ভারতীয় ক্রিকেটারদেরই ভাল লাগে। অশ্বিনকে খুব ভাল লাগে।' ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -