Job News: এই সেক্টরগুলিতে ১৭ কোটি চাকরি হবে আগামী ৫ বছরে, কী জানাল সমীক্ষা ?

আগামী দিনে ভারতে কোন কোন সেক্টর বেশি সমৃদ্ধ হবে এবং কোন সেক্টরে চাকরির সুযোগ রয়েছে তা নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এই রিপোর্ট অনুসারে ভারতে ২০২৫ সালে ৭ কোটিরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। আর ২০৩০ সালের মধ্যে ১৭ কোটি চাকরি হবে ভারতে।

এই সংস্থা 'ফিউচার অফ জব রিপোর্ট ২০২৫'-এ জানিয়েছে আগামী ৫ বছরে কৃষি শ্রমিক ও গাড়ি চালকদের জন্য কর্মসংস্থান তৈরি হবে।
ক্যাশিয়ার ও টিকিট ক্লার্কদের চাকরি সবথেকে কমে যাবে। ফলে এই সেক্টরে কাজ হারাতে পারেন মানুষ।
এআই, বিগ ডেটা, সাইবার সুরক্ষার মত প্রযুক্তিগত ক্ষেত্রে দক্ষতার চাহিদা ক্রমেই বাড়বে। আর এই কারণে এই সেক্টরে বাড়বে কর্মসংস্থানের সুযোগ।
২০৩০ সালের মধ্যে শিক্ষার মত গুরুত্বপূর্ণ খাতে সবথেকে বেশি কর্মসংস্থান তৈরি হবে। এআই এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্র আরও সমৃদ্ধ হবে।
সফটওয়্যার, অ্যাপ্লিকেশন ডেভেলপার, ফিনিশার, ট্রেড কর্মী, দোকানের সেলস পার্সন, খামার শ্রমিক, হালকা ট্রাক ড্রাইভার এবং ডেলিভারি ড্রাইভার ইত্যাদি চাকরির চাহিদা বাড়বে ক্রমেই।
তবে ২০৩০ সালের মধ্যে প্রতিবেদন অনুসারে টিকিট ক্লার্ক, ক্যাশিয়ার সহ বেশ কিছু প্রশাসনিক পদে চাকরি হারাবেন মানুষ।
স্টক কিপিং ক্লার্ক, প্রশাসনিক সহায়ক, এক্সিকিউটিভ সেক্রেটারিয়েট, হাউজকিপার ইত্যাদি চাকরি ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাবে বলে জানানো হয়েছে রিপোর্টে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -