HS Physics Exam Tips : পদার্থবিদ্যায় ভাল স্কোর করার ১০ টি সহজ ট্রিকস অ্যান্ড টিপস
পদার্থবিদ্যা অর্থাৎ Physics নিয়ে অনেককেই চিন্তায় থাকে । কিন্তু কতগুলি উপায় অবলম্বন করলে সহজেই উতরানো যায় ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু পড়াশোনা নয়, মাথায় রাখতে হবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার বিষয়টিও। বিস্তারিত জানাচ্ছেন, সোমনাথ গুপ্ত (Assistant Teacher), হাতগোবিন্দপুর এম সি হাই স্কুল, পূর্ব বর্ধমান।
মনে রাখতে হবে, সিলেবাসটি পুরোপুরি ঝালাই করতে হবে। শুধুই সাজেশন নির্ভর পড়া নয়। Reduced সিলেবাসকে পুরোপুরি জানা। বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধাঁচ ফলো করতে হবে।
আর মাত্র কয়েক দিনই তো বাকি। অনুশীলন নিশ্চয়ই শেষ পর্যায়ে। তবু মনে রাখতে হবে, যেগুলি বেশি কঠিন মনে হবে সেগুলি বারবার অনুশীলন করতে হবে। ঘড়ি দেখে ৭০ নম্বরের পরীক্ষা ২ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে।
এবার Unit অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলি বারবার করে ঝালিয়ে নিতে হবে। প্রবলেম সলভ নিজে হাতে বারবার করতে হবে। শুধু খাতা দেখে রিভাইস নয় !
Unit এর Objective question গুলি শুধুমাত্র উত্তর করলেই চলবে না। অর্থাৎ key answer জানারপাশাপাশি distractor গুলি কোন Question এর Answer হতে পারে সেগুলো যথাযথ জানতে হবে।
কোনও উত্তর লিখে ভুল লিখেছ মনে করলে পুরো উত্তরটি না কেটে পুনরায় সঠিকভাবে Answerদিলে ভাল হয়। এক্ষেত্রে পূর্বের উত্তর ঠিকহলে অনেক সময় সেই নম্বরটি গ্রাহ্য হয়।
অপেক্ষাকৃত সহজ Question-Answer প্রথমেই করা ভাল। Question গুলির দাগ নাম্বার যেন মার্জিনের মধ্যে থাকে।
সংজ্ঞাসূত্র প্রকল্পগুলি পুরোপুরি বইয়ের ভাষায় মুখস্থ করে লিখলে ভাল। কোনও Question-এ সাময়িক বাধা পেলে সেটিকে যতটা করা হয়েছে সেই পর্যন্ত রেখে পরবর্তী Questionগুলো Attempt করে পুনরায় শেষের দিকে শান্তভাবে শেষ করার চেষ্টা করতে হবে ।
খেয়াল রাখতে হবে, কোনও Question-এর তুলনায় সময় যেন খুব অতিরিক্ত না লাগে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -