UPSC CSE 2025: UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষার নিয়মে বড় বদল, আবেদনের সময় কী কী মাথায় রাখতে হবে ?

UPSC পরীক্ষার নিয়মে বড় বদল। বলা ভাল এর সিভিল সার্ভিস পরীক্ষার আবেদনের নিয়মে বেশ কিছু বদল আনা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষায় আবেদন করতে গেলে এবার এই নিয়মগুলি মানতে হবে।

যান্ত্রিক ত্রুটির জন্য এই আবেদনের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও আর কী বদল ?
ইউপিএসসি স্পষ্ট করে জানিয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশনে প্রার্থীর নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি বদলের অনুমতি দেওয়া হবে না।
তবে যদি কোনো প্রার্থীর কাছে মোবাইল নম্বর অ্যাক্সেসের সুবিধে না থাকে, তাহলে তিনি ইমেলের মাধ্যমে মোবাইল নম্বর বদলাতে পারবেন।
এক্ষেত্রে ইমেল আইডিতে পাঠানো ওটিপি বসিয়ে নতুন মোবাইল নম্বর দিতে হবে আবেদনপত্রে। তবে ইমেল ও মোবাইল নম্বর দুটিই অ্যাক্সেস না করা গেলে কী করতে হবে ?
এক্ষেত্রে কিছু নথি স্ক্যান করে otrupsc@gov.in-এ মেল করতে হবে প্রার্থীকে। এর মধ্যে রয়েছে দশম শ্রেণির সার্টিফিকেট।
একইসঙ্গে জমা করতে হবে প্রার্থীর আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কাগজ এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -