UPSC Preparation: সিভিল সার্ভিসের ভাবনা! কীভাবে শুরু করবেন UPSC-র প্রস্তুতি?
প্রস্তুতি শুরু করার আগে জানতে হবে পরীক্ষার ফর্ম্যাট। UPSC সিভিল সার্ভিস পরীক্ষা হয় তিন ধাপে। প্রিলিমিনারি, মেনস এবং সব শেষে ইন্টারভিউ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরীক্ষার প্রাথমিক ধারণা সম্পর্কে বুঝতে অবশ্যই প্রয়োজন NCERT-র বই। বিশেষত ভুগোল, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞানের জন্য এই খুব প্রয়োজন।
প্রথম থেকেই পরিকল্পনামাফিক এগোতে হবে। সেই অনুযায়ী প্রতিদিনের পড়াশোনার প্ল্যানও করতে হবে হবে। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন সব বিষয়ে পড়তে হবে। বুঝতে হবে কোনটায় পারদর্শী, কোনটায় রয়েছে দুর্বলতা।
NCERT-র বইয়ের পাশাপাশি প্রয়োজন বেশ কিছু রেফারেন্স বই। তবেই পড়াশোনা সঠিকভাবে করা সম্ভব। বিশেষ গুরুত্ব দিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সকে।
UPSC-র পরীক্ষার ধরণ বোঝার জন্য পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করতে হবে। তাতে টাইম ম্যানেজমেন্ট সহ কোন কোন অংশে আরও বেশি খাটতে হবে তা বোঝা সম্ভব।
কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা বাধ্যতামূলক। দেশ-বিদেশের খবর রাখতে হবে। তাই প্রতিদিন সংবাদমাধ্যমে নজর রাখতে হবে।
অপশনাল বিষয় বাছতে হবে বিচক্ষণতার সঙ্গে। এমন বিষয় বেছে নিতে হবে, যাতে রয়েছে আগ্রহ। অপশনালের নম্বরের জেরে মোট প্রাপ্ত নম্বর অনেকটাই বেড়ে যেতে হবে।
বই খুঁটিয়ে পড়ার অভ্যাস তৈরি করতে হবে। পাশাপাশি প্রতিটি বিষয় লেখার অভ্যাস করতে হবে। লেখার অভ্যাস তৈরি না করলে পরীক্ষার সময় সমস্যা হতে পারে।
অনলাইন, অফলাইন সব মাধ্যমেই পাওয়া যায় স্টাডি মেটেরিয়াল। পড়া যেমন গুরুত্বপূর্ণ তেমনই প্রয়োজন স্ট্র্যাটেজি মেনে পড়া।
প্রথম থেকেই মনে রাখতে হবে আমি পারব। ইতিবাচক ভাবনা এবং লক্ষ্য স্থির থাকলে অবশ্যই মিলবে কাঙ্খিত ফল।
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -