IAS Success Story: ৯ বছর বয়সে বাবাকে হারান, কোচিং নেওয়ার সামর্থ্য ছিল না ; অদম্য জেদে সফল IAS গরিমা
বিহারে জন্ম হয় গরিমা লোহিয়ার। বেড়ে উঠেছেন বক্সারে। ব্যবসায়িক পরিমণ্ডলেই বড় হয়েছেন তিনি। ছবি- গরিমা লোহিয়ার ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোটবেলা থেকেই বিভিন্ন অনুপ্রেরণামূলক ভিডিয়ো দেখতে বড় ভালবাসতেন গরিমা। কে জানত তিনি নিজেই একদিন অন্য পরীক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন ? ছবি- গরিমা লোহিয়ার ইনস্টাগ্রাম
২০২০ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিরোরী মাল কলেজ থেকে অ্যাকাউন্টেন্সিতে স্নাতক উত্তীর্ণ হন গরিমা লোহিয়া। ছবি- গরিমা লোহিয়ার ইনস্টাগ্রাম
কোভিডের সময় থেকেই গরিমা UPSC-র জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। কোনও কোচিং নেননি তিনি। ছবি- গরিমা লোহিয়ার ইনস্টাগ্রাম
নিজেই বাড়িতে বসে ইন্টারনেট থেকে স্টাডি মেটেরিয়াল পড়তে থাকেন, ইউটিউবে কিছু কিছু শিক্ষামূলক ভিডিয়োও দেখে নিজেকে তৈরি করতে থাকেন গরিমা। ছবি- গরিমা লোহিয়ার ইনস্টাগ্রাম
দিনে প্রায় ১২ ঘণ্টা পড়তেন তিনি। আর এই প্রস্তুতি নিয়েই ২০২১ সালে প্রথম UPSC পরীক্ষায় বসেন গরিমা লোহিয়া। ছবি- গরিমা লোহিয়ার ইনস্টাগ্রাম
৯ বছর আগে তাঁর বাবা মারা যান। পরিবারে নেমে আসে শোকের ছায়া। কিন্তু তারপরেও লক্ষ্যে অবিচল ছিলেন গরিমা। ছবি- গরিমা লোহিয়ার ইনস্টাগ্রাম
২০২১ সালে প্রথম UPSC দিলেও সেবারে প্রিলিমিনারি পরীক্ষাও পাশ করতে পারেননি তিনি। থেমে যাননি গরিমা। ছবি- গরিমা লোহিয়ার ইনস্টাগ্রাম
আবার পড়াশোনা শুরু করেন। নিষ্ঠা আর সততার সঙ্গে পরিশ্রমের মধ্যে দিয়ে ২০২২ সালে UPSC উত্তীর্ণ হন গরিমা লোহিয়া। সর্বভারতীয় স্তরে ২য় স্থান অর্জন করে দেশের অন্যান্য পরীক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠেন তিনি। ছবি- গরিমা লোহিয়ার ইনস্টাগ্রাম
গরিমা বুঝিয়ে দিয়েছেন, নিজের চেষ্টা থাকলে, সততা, নিষ্ঠা আর কঠোর পরিশ্রমেই সব বাধা পেরনো সম্ভব। ছবি- গরিমা লোহিয়ার ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -