UPSC Success Story: টানাপড়েনের সংসারে টিউশন নিতে পারেননি, নিজে পড়ে প্রথমবারেই সফল দিব্যা
ভারতের সরকারি চাকরির ক্ষেত্রে অন্যতম কঠিন পরীক্ষা বলে মনে করা হয় UPSC-কে। দেশের প্রশাসনের সর্বোচ্চ পদে বসার জন্য অত্যন্ত কঠিন ধাপ পেরোতে হয় এই পরীক্ষায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহরিয়ানার দিব্যা তনওয়ার এমনই একজন, যাঁর UPSC-সাফল্যের কাহিনি বহু লোককে অনুপ্রেরণা দেবে। তাঁর লড়াই এবং প্রস্তুতির বিবরণ অনেককেই মনের জোর দেবে।
UPSC-তে সফল হওয়ার জন্য অনেকেই দামি কোচিং, প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন। কিন্তু সেই ধারণাই ভুল প্রমাণিত করেছেন দিব্যা তনওয়ার। শুধুমাত্র নিজের জেদ ও অধ্য়বসায়ের উপর ভরসা রেখেই সফল হয়েছেন তিনি।
হরিয়ানার বাসিন্দা দিব্যা। স্কুলস্তর শেষ করার পরে উচ্চশিক্ষা নিতে নিতে প্রস্তুতি শুরু করেছিলেন। কিন্তু দামি প্রশিক্ষণ নেওয়া সম্ভব ছিল না তাঁর জন্য। তাই ভরসা করেছিলেন নিজেকেই।
পড়াশোনার জন্য অনলাইনে ভরসা রেখেছিলেন তিনি। ইন্টারনেটে বই থেকে শুরু করে টেস্ট সিরিজ সবই মেলে। সেগুলি ধরেই দিব্যা তনওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন। পরিশ্রমের সাফল্য় মেলে শীঘ্রই।
২০২১ সালের সর্বভারতীয় ক্ষেত্রে ৪৩৮ ব়্যাঙ্ক পান তিনি। প্রথম চেষ্টাতেই UPSC পাশ করে তাক লাগিয়ে দিয়েছিলেন দিব্যা তনওয়ার।
মাত্র ২১ বছর বয়সে অন্যতম কঠিন পরীক্ষা UPSC পাশ করেন তিনি। মাত্র ২১ বছর বয়সেই সর্বকনিষ্ঠ IPS হয়ে যান তিনি।
কিন্তু এখানেই থেমে যায়নি তাঁর জ্ঞানস্পৃহা। আরও ভাল ফল করার ইচ্ছে ছিল তাঁর মনে। IAS হওয়ার স্বপ্ন দেখছিলেন। সেই মতোই চলছিল প্রস্তুতি।
২০২২ সালে আবার বসেন UPSC-তে। সেবারও মেলে সাফল্য়। এবার সর্বভারতীয় ক্ষেত্রে তিনি ১০৫ ব়্যাঙ্কে ছিলেন। IAS-হিসেবে সিলেকশন হয় তাঁর।
ইনস্টাগ্রামে অত্যন্ত পরিচিত মুখ তিনি। তাঁর অ্যাকাউন্টে ফলোয়ার্সের সংখ্যা লক্ষেরও বেশি। সেখানেও তাঁকে দেখে অনুপ্রাণিত হন বহু UPSC-এর স্বপ্ন দেখা পরীক্ষার্থী। অনেকেই তাঁর কাছ থেকে টিপসও চান। সব ছবি: দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম প্রোফাইল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -