UPSC Success Story: টানাপড়েনের সংসারে টিউশন নিতে পারেননি, নিজে পড়ে প্রথমবারেই সফল দিব্যা

UPSC Preparation of Divya Tanwar: পড়াশোনার ইচ্ছে এবং লড়াইয়ের মানসিকতা থাকলে অসাধ্য সাধন করা যায়। নিজে করে দেখিয়েছেন দিব্যা তনওয়ার

ছবি: দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম প্রোফাইল

1/10
ভারতের সরকারি চাকরির ক্ষেত্রে অন্যতম কঠিন পরীক্ষা বলে মনে করা হয় UPSC-কে। দেশের প্রশাসনের সর্বোচ্চ পদে বসার জন্য অত্যন্ত কঠিন ধাপ পেরোতে হয় এই পরীক্ষায়।
2/10
হরিয়ানার দিব্যা তনওয়ার এমনই একজন, যাঁর UPSC-সাফল্যের কাহিনি বহু লোককে অনুপ্রেরণা দেবে। তাঁর লড়াই এবং প্রস্তুতির বিবরণ অনেককেই মনের জোর দেবে।
3/10
UPSC-তে সফল হওয়ার জন্য অনেকেই দামি কোচিং, প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন। কিন্তু সেই ধারণাই ভুল প্রমাণিত করেছেন দিব্যা তনওয়ার। শুধুমাত্র নিজের জেদ ও অধ্য়বসায়ের উপর ভরসা রেখেই সফল হয়েছেন তিনি।
4/10
হরিয়ানার বাসিন্দা দিব্যা। স্কুলস্তর শেষ করার পরে উচ্চশিক্ষা নিতে নিতে প্রস্তুতি শুরু করেছিলেন। কিন্তু দামি প্রশিক্ষণ নেওয়া সম্ভব ছিল না তাঁর জন্য। তাই ভরসা করেছিলেন নিজেকেই।
5/10
পড়াশোনার জন্য অনলাইনে ভরসা রেখেছিলেন তিনি। ইন্টারনেটে বই থেকে শুরু করে টেস্ট সিরিজ সবই মেলে। সেগুলি ধরেই দিব্যা তনওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন। পরিশ্রমের সাফল্য় মেলে শীঘ্রই।
6/10
২০২১ সালের সর্বভারতীয় ক্ষেত্রে ৪৩৮ ব়্যাঙ্ক পান তিনি। প্রথম চেষ্টাতেই UPSC পাশ করে তাক লাগিয়ে দিয়েছিলেন দিব্যা তনওয়ার।
7/10
মাত্র ২১ বছর বয়সে অন্যতম কঠিন পরীক্ষা UPSC পাশ করেন তিনি। মাত্র ২১ বছর বয়সেই সর্বকনিষ্ঠ IPS হয়ে যান তিনি।
8/10
কিন্তু এখানেই থেমে যায়নি তাঁর জ্ঞানস্পৃহা। আরও ভাল ফল করার ইচ্ছে ছিল তাঁর মনে। IAS হওয়ার স্বপ্ন দেখছিলেন। সেই মতোই চলছিল প্রস্তুতি।
9/10
২০২২ সালে আবার বসেন UPSC-তে। সেবারও মেলে সাফল্য়। এবার সর্বভারতীয় ক্ষেত্রে তিনি ১০৫ ব়্যাঙ্কে ছিলেন। IAS-হিসেবে সিলেকশন হয় তাঁর।
10/10
ইনস্টাগ্রামে অত্যন্ত পরিচিত মুখ তিনি। তাঁর অ্যাকাউন্টে ফলোয়ার্সের সংখ্যা লক্ষেরও বেশি। সেখানেও তাঁকে দেখে অনুপ্রাণিত হন বহু UPSC-এর স্বপ্ন দেখা পরীক্ষার্থী। অনেকেই তাঁর কাছ থেকে টিপসও চান। সব ছবি: দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম প্রোফাইল
Sponsored Links by Taboola